# Tags
#Blog

Mohun Bagan | ISL 2024-25: যুবভারতীতে ইতিহাস লিখে ফের ভারতসেরা মোহনবাগান

Mohun Bagan | ISL 2024-25: যুবভারতীতে ইতিহাস লিখে ফের ভারতসেরা মোহনবাগান
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্স ম্যাচের দিকে গত শনিবার মোহনবাগান সমর্থকদের চোখ ছিল| গোয়া হারলেই আজ, রবিবার ওড়িশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান।  গতকাল গোয়া তো হারেইনি, উল্টে ২-০ গোলে কেরালা ম্যাচ জিতে, নিজেদের লিগ শিল্ড জয়ের আশা জিইয়ে রাখে। 

আরও পড়ুন:  IND vs PAK Champions Trophy 2025: বল গড়ানোর আগেই রোহিতদের বিশ্বরেকর্ড! এতদিন ডাচদের ছিল যা, এখন ভারতের হল তা…

রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে, ওড়িশাকে হারিয়েই মোহনবাগান চেয়েছিল লিগ শিল্ড ধরে রাখতে। কিন্তু এদিন হোসে মোলিনার শিষ্যরা দুই অর্ধ মিলিয়ে যে ভাবে ভূরি ভুরি গোলের সুযোগ নষ্ট করলেন, তাতে ৫৭ হাজার দর্শককে একরাশ আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হত| কিন্তু ফুটবল বিধাতার পরিকল্পনা ছিল একটু আলাদাই| দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিমিত্রিওস পেত্রাতোসের গোলে মোহনবাগান ১-০ গোলে ওড়িশাকে হারিয়ে ফের ভারতসেরা হল| আইএসএলের প্রথম ক্লাব হিসেবে ব্যাক-টু-ব্যাক লিগ শিল্ড জয়ের রেকর্ড করল সবুজ-মেরুন!

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ ছিল দুই দলের কাছেই| কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি| মোহনবাগান গোলের লক্ষ্যে আটটি শট নিয়েছিল, ওড়িশার ছিল তিনটি শট| মোহনবাগান পাঁচটি কর্নারও আদায় করে নিয়েছিল, সেখানে ওড়িশার অনুকূলে একটি! রডরিগেজ, কোলাসো, মনবীর, রালতে, জেমি, আলড্রেডরা বারবার সুযোগ তৈরি করেও সদ্ব্যবহার করতে পারেননি| একই অবস্থা হয়েছিল ওড়িশার বুমোস, রাহুল, মৌরতাদাদের! বিরতির আগে গ্যালারি বারবার হতাশ হয়েছে!  বিরতির পরে মোহনবাগান খেলায় ঝাঁজ বাড়িয়ে বারবার ওড়িশার বক্সে ঢুকে পড়ছিল| কিন্তু তবুও ফিনিশ করার কাউকে পাওয়া যাচ্ছিল না| আশিস রাইয়ের বদলে দীপেন্দু বিশ্বাস, দীপক টেংরির বদলে অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেনের বদলে দিমি, গ্রেগ স্টুয়ার্টের বদলে জেসন কামিন্স, লিস্টন কোলাসোর বদলে আশিক কুরুনিয়ানকে খেলিয়ে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি| 

এই অবস্থায় ৮৩ মিনিটে ওড়িশার মৌরতাদা ফাউল করে লাল কার্ড দেখেন| দশ জনে পরিণত হয়ে যায় ওড়িশা|  রেফারি জানিয়ে দেন যে, খেলা আরও নয় মিনিট চলবে| আর সেখানেই বাজিমাত করেন দিমি| ৯৩ মিনিটে মনবীরের পাস থেকে বাঁ-পায়ের জোরাল শটে অমরিন্দর সিংকে পরাস্ত করে দিমি বুঝিয়ে দেন যে, শেষ মুহূর্তে স্টেনগান চালিয়েই হবে উদযাপন| এই মরসুমে দিমিকে সেভাবে খেলাননি মোলিনা, কিন্তু কিস্তিমাত করে আবার সবুজ-মেরুনের নয়নের মণি হয়ে গেলেন তিনি| দিমির গোলের পরেই মোহনবাগানের পুরো ডাগআউট চলে আসে মাঠে|  শুরু হয়ে যায় নাচানাচি| বুঝিয়ে দেওয়া হয় যে পার্টি শুরু এবার… 

আগামী শনিবার মোহনবাগান মুম্বইয়ের ঘরের মাঠে খেলবে| তারপর ৮ মার্চ গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ| এই ম্যাচেই মোলিনাদের হাতে উঠবে লিগ শিল্ড| ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে মোহনবাগান রেকর্ড করল| আজ পর্যন্ত কোনও টিম এই লিগে পঞ্চাশের বেশি পয়েন্ট পায়নি| এই মুহূর্তে লিগে দুয়ে থাকা গোয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪২, বাকি তিন ম্যাচের তিনটি জিতেও তাদের সর্বাধিক পয়েন্ট হবে ৫১|  চেয়েও আর মোহনবাগানকে স্পর্শ করতে পারবে না|  গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব সবদিক থেকে চলে গেল ধরাছোঁওয়ার বাইরে|

আরও পড়ুন:  Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Old Age Loneliness | Japan Lady | একা থাকার চেয়ে জেল ভালো! বৃদ্ধাশ্রমের পয়সা নেই, চুরি করে অপরাধীর জীবন বাছলেন বৃদ্ধা…

Old Age Loneliness | Japan Lady |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal