জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে চতুর্থ জয়। হায়দরাবাদ এফসিকে হারিয়ে এবার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে গোল করলেন অধিনায়ক শুভাশিস বসু ও মনবীর।
আরও পড়ুন: EXPLAINED | Virat Kohli: দিওয়ালির আগেই বিরাট ধামাকা, কোহলিই ফিরছেন অধিনায়ক হয়ে, মহাপ্রলয় ভারতীয় ক্রিকেটে…
ডার্বিজয়ের পর শিথিলতা নয়, বরং হায়দরাবাদের বিরুদ্ধে রীতিমতো আগ্রাসী ফুটবল খেললেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টেরা। ম্য়াচের অধিকাংশ সময় বল নিজেদের দখলেই রাখলেন তাঁরা। দুই উইং-কে ব্য়বহার করে তৈরি করলেন একের পর অক আক্রমণ। ফলও মিলল হাতেনাতেই।
আগের ম্যাচে মহমেডানকে ৪ গোল দিয়েছিল হায়দরাবাদ। মোহনবাগানের বিরুদ্ধে তাদের অবশ্য বিপদজ্জনক মনে হল না। যদিও খেলার শুরুতে গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিল হায়দরাবাদই। কিন্তু গোল হয়নি। প্রথম দিকে মোহন রক্ষণে চাপ তৈরির চেষ্টা করেন তাঁরা। তাতে লাভ হয়নি। সতর্ক ছিলেন মোহনবাগান ফুটবলারেরা।
এদিকে ম্যাচের ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মোহনবাগানের মনবীর। ৩৭ মিনিটেই আবার তিনিই এগিয়ে দেন দলকে। এর আগে ৩০ মিনিটে হায়দরাবাদের গডার্ডের শট অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ৫৫ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্টের নেওয়া ফ্রিকিক থেকে হায়দরাবাদ বক্সে বল পান মোহন অধিনায়ক শুভাশিস। হেড দিয়ে গোল করেন তিনি। শেষ দিকে জেসন কামিন্সকেও নামান মোহন কোচ। তাতেও ব্যবধান আর বাড়েনি।
আরও পড়ুন: IPL 2025 Retention Live Streaming Details: এবার ধরা-ছাড়ার খেলা! কখন কোথায় Live Streaming দেখবেন? চিনুন সব রাস্তা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)