জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে চেন্নাই-বধ। ফের আইএসএলের শীর্ষে মোহনবাগান। বদলের হিসেবে নেমে জয়সূচক গোলটি করলেন কামিংস। ম্যাচের বয়স তখন ৮৬ মিনিট।
আরও পড়ুন: BOA Election: বেঙ্গল অলিম্পিক সংস্থার সভাপতি নির্বাচন; বিরাট ব্যবধানে হারলেন কালীঘাটের বাবুন
আইএসএলে দুরন্ত ছন্দে মোহনবাগান। এদিন ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে দেখা গেল সেই চেনা দাপটই। দাপট এতটাই যে, ম্যাচ শুরুর দিকে সব খেলোয়াড়কেই নিজেদের অর্ধে নিতে চলে আসতে হয়েছিল চেন্নাইকে। মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সবুজ-মেরুন ফুটবলার। বেশিরভাগ বল তাদের দখলে। কিন্তু গোল আসছিল না। উল্টে সময় যত গড়াচ্ছিল, মোহনবাগান খেলাও যেন তত ছন্নছাড়া হয়ে যাচ্ছিল।
চোখে পড়ছিল অনিরুদ্ধ থাপার অভাব। দীপক ঠাংরিকে দিয়ে কাজের কাজটি ঠিক হচ্ছিল না। পেত্রাতোস অনেকটা নীচে নেমে আসছিলেন। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যেভাবে এতদিন বিপক্ষের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিচ্ছিলেন, সেটা করতে পারছিলেন না দিমি। দুটো উইং অবশ্য সচল রেখেছিলেন মনবীর ও লিস্টন কোলাসো। এই সময়ে মোহনবাগানের বক্সে বেশ কয়েক হানা দেয় চেন্নাই। শেষপর্যন্ত দীপেন্দুর বদলে আশিস রাই, আর টাংরির বদলে সাহাল আব্দুল সামাদ নামলে মাঠে। মাঠে এলেন আশিক কুরুনিয়ন, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্টরা। তাতেই এল গোল।
ম্যাচে তখন অন্তিম লগ্নে। স্টুয়ার্টের একটা শট বারে লেগে ফেরে। ফিরতি বল থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন কামিন্স। শেষের দিকে কামিন্সেরই এক গোল বাতিল হয় অফসাইডে।
আরও পড়ুন: EXPLAINED | IND vs AUS: ‘রোহিত তিনে নামলে শুভমন পাঁচে’! রাহুলের জায়গা কোথায়? হল ‘গোলাপি রহস্যে’র সমাধান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)