NOW READING:
East Bengal: চেয়েছিল মোহনবাগানও, ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল! ডুরান্ডের আগেই বিরাট চমক…
July 7, 2025

East Bengal: চেয়েছিল মোহনবাগানও, ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল! ডুরান্ডের আগেই বিরাট চমক…

East Bengal: চেয়েছিল মোহনবাগানও, ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল! ডুরান্ডের আগেই বিরাট চমক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু’দিন আগেই ইস্টবেঙ্গল (East Bengal) জানিয়েছিল যে, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর (Souvik Chakrabarti) সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল চুক্তি নবীকরণ করা হল। আরও দু’বছর বঙ্গতনয় থাকবেন লাল-হলুদেই। এবার লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব আরেক বড় আপডেট জানিয়ে দিল। বিষ্ণু পুথিয়া ভালাপিল ওরফে পিভি বিষ্ণুর (Vishnu PV) ভবিষ্যৎ লিখে ফেলল ইস্টবেঙ্গল!

প্রেস বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল জানিয়ে দিল যে, কেরালার উইঙ্গারের সঙ্গে আরও ২ বছর চুক্তি বাড়ানো হল। ২০২৭-২৮ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থাকবেন তিনি। ২০২৪-২৫ আইএসএলে বিষ্ণু চার গোল করে ইস্টবেঙ্গলের যুগ্ম সর্বাধিক গোলদাতা হয়েছিলেন। বিষ্ণুকে দলে নেওয়ার চেষ্টা করেছিল লাল-হলুদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও। কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলেই থেকে গেলেন তিনি। 
 
বিষ্ণুর প্রসঙ্গে ক্লাবের হেড অফ ফুটবল থাংবই সিংটো বলেছেন, ‘বিষ্ণুর এক্সটেনশন ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁর ভালো পারফরম্যান্সের পুরষ্কার। ধারাবাহিকতা, অধ্যবসায়, উন্নতির ইচ্ছা, পেশাদারিত্ব এবং নম্রতা হল এই বৈশিষ্ট্যগুলি যা আমরা আমাদের সমস্ত তরুণ খেলোয়াড়দের মধ্যে গেঁথে দিতে চাই। বিষ্ণুর জন্য আমাদের শুভকামনা রইল। আমরা বিশ্বাস করি এটি তার প্রকৃত সম্ভাবনায় পৌঁছানোর কেবল শুরু।’

আরও পড়ুন:  লাল-হলুদ জার্সিতে খেলেছেন ৪৬০১ মিনিট! মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল ইস্টবেঙ্গল…

হেড কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, ‘বিষ্ণু ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। ওর এক্সটেনশন আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার পেয়েছিল। ওর অসীম সম্ভাবনা, নির্ভীকতা, ড্রিবলিং দক্ষতা এবং ম্যাচজয়ী প্রভাব রয়েছে। যদি বিষ্ণু কঠোর পরিশ্রম করে যায় এবং দ্রুত গতির বিকাশ অব্যাহত রাখে, তাহলে ও দেশের সেরা উইঙ্গারদের একজন হয়ে উঠবে।’

বিষ্ণু বলছেন, ‘ইস্টবেঙ্গল আমাকে লালন করেছে এবং ক্রমাগত আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞ। আমি আজ যা হয়েছি তা এই ক্লাবের কারণেই। আমি ইস্টবেঙ্গলকে যতটা সম্ভব সাফল্য এনে দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
 
বিষ্ণু রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছেন। গত দুই মৌসুমে তাঁর ধারাবাহিক উন্নতি ছিল দেখার মতো। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন বিষ্ণু এবং এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচে দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বিষ্ণু কলকাতা ফুটবল লিগে নিয়মিত খেলেছেন। গত দুই মরসুমে ১১টি সিএফএল গোল করেছেন। ২০২৪-২৫ আইএসএলে বিষ্ণু ২২ ম্যাচে খেলেছেন। ১৪৫৯ মিনিটে ৪টি গোল, ৩টি অ্যাসিস্ট, ৩৮টি সফল ড্রিবল এবং ১১৫টি সফল ডুয়েল রেকর্ড করেছেন তিনি। 

আরও পড়ুন:  ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?

২০২৪ সালের ডিসেম্বরে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই আইএসএলে উদীয়মান খেলোয়াড়ের খেতাব এনে দিয়েছিল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও (আরএফডিএল) বিষ্ণু অসাধারণ প্রভাব ফেলেছিলেন। ইস্টবেঙ্গলকে ফাইনালে পৌঁছতে এবং পরবর্তীতে ইংল্যান্ডে নেক্সট জেন কাপের জন্য যোগ্যতা অর্জনে অবদান রেখেছিলেন। ২৩ বছর বয়সী বিষ্ণু আইএসএলে ৩৩ সেকেন্ডে গোল করেছিলেন ওড়িশা এফসির বিপক্ষে অ্যাওয়ে লেগের ম্যাচে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link