# Tags
#Blog

রতন টাটার ৫০০ কোটির সম্পদ পাবেন এই ব্যক্তি, জানেন কে ইনি ?

রতন টাটার ৫০০ কোটির সম্পদ পাবেন এই ব্যক্তি, জানেন কে ইনি ?
Listen to this article


 

Ratan Tatas Will : তিনি চলে যাওয়ার পরও একে একে প্রকাশ পাচ্ছে তাঁর উত্তরাধিকারীদের নাম। জানেন, রতন টাটার (Ratan Tata Asset)  ৫০০ কোটির সম্পদ পাবেন এই ব্যক্তি। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত হয়েছে এই খবর।  

কে পাবেন ৫০০ কোটি টাকা
রতন টাটা তার অবশিষ্ট সম্পদের প্রায় এক তৃতীয়াংশ এক ব্যক্তির জন্য রেখে গেছেন। রিপোর্ট বলছে, এই ব্যক্তির নাম মোহিনী মোহন দত্ত। যার নামে ৫০০ কোটি টাকার সম্পদ দিয়েছেন প্রয়াত ভারতের বিজনেস টাইকুন। উইলে টাটার অন্যতম উত্তরাধিকারী হিসাবে উল্লেখ করা হলেও এখনই এই সম্পদ পাবেন না ইনি। কেবল প্রোবেট করার পরেই বিতরণ করা হবে রতন টাটার সম্পদ। সেই ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন বা সিলমোহর লাগবে। এতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।

মোহিনী মোহন দত্ত কে?
মোহিনী মোহন দত্ত জামশেদপুরের একজন উদ্যোগপতি। স্ট্যালিয়নের সহ-মালিকানা রয়েছে তাঁর হাতে। এই স্ট্যালিয়নই পরবর্তীকালে টাটা পরিষেবার একটি অংশ হয়ে ওঠে। কোম্পানি টাটাদের সঙ্গে জুড়ে যাওয়ার আগে মোহিনী মোহন দত্তের স্ট্যালিয়নে ৮০ শতাংশ অংশীদারিত্ব ছিল। যেখানে বাকি ২০ শতাংশ মালিকানা ছিল টাটা ইন্ডাস্ট্রিজের হাতে।  

কোথায় পরিচয় হয়েছিল রতন টাটার সঙ্গে
প্রয়াত রতন টাটার শেষকৃত্যে মোহিনীবাবু বলেছিলেন, জামশেদপুরে ডিলার্স হোস্টেলে তাদের প্রথম দেখা হয়েছিল। যখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর। পরবর্তীকালে সেই সম্পর্ক বজায় ছিল প্রায় ছয় দশক। ২০২৪ সালের ডিসেম্বরে মুম্বাইতে NCPA-তে অনুষ্ঠিত রতন টাটার জন্মবার্ষিকী উদযাপনে আমন্ত্রিত ছিলেন তিনি।

এই অনুষ্ঠানে কেবল রতন টাটার ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রতন টাটার সঙ্গে তাঁর পরিচয়ের কথা সংবাদ মাধ্যমেও জানিয়েছেন মোহিনীবাবু। তিনি বলেছেন, ‘উনি আমাকে অনেক সাহায্য করেছেন, সত্যিই আমাকে গড়ে তুলেছিলেন।’ মোহিনীবাবুর মেয়েও প্রথমে তাজ হোটেলে ২০১৫ সাল পর্যন্ত ও পরে টাটা ট্রাস্টে ২০২৪ সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন।

রতন টাটার ইচ্ছে অনুযায়ী কাজ
প্রয়াত রতন টাটার উইল তার মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পরে প্রকাশ করা হয়েছিল। যেখানে টাটার ভাই, সৎ-বোন, তার পরিচারক ও সহকারী শান্তনু নাইডু সহ বেশ কিছু সুবিধাভোগীর নাম লিখে গিয়েছিলেন। এদের মধ্যেই বণ্টন করা হবে টাটার সম্পদ। টাটা তার পোষা কুকুর টিটোর সীমাহীন যত্নের জন্য বেশকিছু বিষয় উইলে লিখে দিয়েছেন। পরবর্তীকালে টাটা সন্সের অংশীদারিত্ব রতন টাটা এনডাউমেন্ট ট্রাস্টে ট্রান্সফার করা হয়।

কী কী রয়েছে টাটার সম্পত্তির মধ্যে
রতন টাটার সম্পদের মধ্যে রয়েছে আলিবাগের একটি বিচ রিসর্ট, জুহুতে একটি দোতলা বাড়ি, ৩৫০ কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট ও টাটা সন্সের একটি শেয়ার।

প্রোবেট কী জানেন
প্রোবেট হল একজন মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনার আইনি প্রক্রিয়া। এটি একটি আইনি নথি যা ব্যাঙ্ক, ল্যান্ড রেজিস্ট্রি ও অন্যান্য সংস্থাগুলিকে জানাতে হয়। কারও সম্পত্তি লেনদেনের ক্ষমতা থাকে এই কাগজে। এর মাধ্যমে মৃত ব্যক্তির উইলের আইনি বৈধতা নির্ধার, সম্পত্তি বন্টন ও উইলকারীর সম্পত্তিতে প্রশাসনের অনুমোদন দেওয়া হয়। 

RBI Rate Cut : রিজার্ভ ব্য়াঙ্ক দিল সুখবর, এখন ২৫ লাখ, ৫০ লাখ, ১ কোটির হোম লোনে কত পড়বে EMI ?

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal