NOW READING:
Mohammedan: এই প্রথম আইএসএল অভিযানে মহামেডান, দেখুন তাদের নতুন জার্সি
September 12, 2024

Mohammedan: এই প্রথম আইএসএল অভিযানে মহামেডান, দেখুন তাদের নতুন জার্সি

Mohammedan: এই প্রথম আইএসএল অভিযানে মহামেডান, দেখুন তাদের নতুন জার্সি
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন আইএসএল অবশেষে স্বপ্নপূরণের রুপকথা লিখছে| এগারো বছরে এই প্রথমবার ময়দানের তিন প্রধান- ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান একসঙ্গে দেশের এক নম্বর ফুটবল লিগ খেলতে চলেছে|  গত মরসুমে আই-লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএলে  উঠে এসেছে মহামেডান। 

আরও পড়ুন:  Mumbai City FC: ‘জানি মোহনবাগান কী করতে পারে! তবে…’, প্রতিপক্ষকে সমীহ করেই হুঙ্কার মুম্বইয়ের

যদিও স্পনসর জনিত সমস্যায় কিছুদিন আগে পৰ্যন্তও রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন এই ক্লাবের খেলা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল! কিন্তু সেসব আজ অতীতসাদা-কালো ব্রিগেড আইএসএল খেলেছে| এটাই বর্তমান| বাংকারহিল ও শ্রাচী গ্রুপের সৌজন্যে আন্দ্রে চেরনিশভের টিম মাঠে নামছে|

বৃহস্পতিবার রাতে বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে মহামেডানের আইএসএল জার্সির  উন্মোচন হল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে| নতুন জার্সির আত্মপ্রকাশের মঞ্চেই ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্বও সেরে ফেলল মহামেডান। অনুষ্ঠানে মহামেডানের মহিলা ফুটবল দল ও রিজার্ভ দলকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আমীরুদ্দিন ববি-সহ অন্যান্য শীর্ষ কর্তারাও| আমীরুদ্দিন বলেন, ‘দেখুন আমরা বাংকার হিলকে সঙ্গে নিয়ে আইএসএলে উঠে এসেছি। এবার আমাদের পাশে পেয়েছি শ্রাচীকেও। আশা করব দল আইএসএলে ভালো ফল করবে|’ এছাড়াও উপস্থিত ছিলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। মহামেডানের অন্যতম ইনভেস্টারের আজ আবার জন্মদিনও| মঞ্চে কেক কেটেই দিনটি স্মরণীয় করে রাখল মহামেডান| তিনি বলেন, ‘আমরা বহু কষ্ট করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আজ আইএসএলে উঠে এসেছি। দল একটা ছন্দে রয়েছে। এই ছন্দ ধরে রেখেই আইএসএলে নামছি।’ বিশেষ দিনে ছিলেন সৃঞ্জয় বোস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস ও অন্যান্যরা। 

আরও পড়ুন:  Mohun Bagan: রাত পোহালে আইএসএল বোধন, মহারণের আগে মুখোমুখি মোহন কোচ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link