NOW READING:
WATCH | Mohammed Shami Ramzan Fast: ‘ওসব টিআরপি-র জন্য’! মৌলানাকে ধুয়ে শামির পাশে শামা থেকে ভাই, রোজা বোঝাল AIMPLB…
March 7, 2025

WATCH | Mohammed Shami Ramzan Fast: ‘ওসব টিআরপি-র জন্য’! মৌলানাকে ধুয়ে শামির পাশে শামা থেকে ভাই, রোজা বোঝাল AIMPLB…

WATCH | Mohammed Shami Ramzan Fast: ‘ওসব টিআরপি-র জন্য’! মৌলানাকে ধুয়ে শামির পাশে শামা থেকে ভাই, রোজা বোঝাল AIMPLB…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১-২ নয়, পাক্কা ১৫ মাস পর আন্তর্জাতিক কামব্যাক করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বারবার চোট-আঘাতের জেরেই অস্ত্রোপচার এবং ক্রিকেটে ফেরার লড়াইতে চলে গিয়েছে প্রায় দেড়টা বছর। সেই শামি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ফুল ফোটাচ্ছেন। ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগরও। 

ভারতের জামাত প্রধান শাহাবুদ্দিন রাজভির চোখে শামি এখন ‘ক্রিমিনাল’! তাঁর অভিযোগ রোজার মধ্যে ড্রিংক নিয়ে শামি অপরাধ করেছেন। ইসলামের পবিত্র কর্তব্য পালন না করায় শামিকে পাপী হিসেবে দাগিয়েছেন। শামি কাণ্ডে নেটপাড়ায় ঝড় উঠে গিয়েছে। এবার শামি পাশে পেলেন তাঁর তুতো ভাই মহম্মদ জায়েদ, কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ, (যিনি কিছুদিন আগেই রোহিত শর্মাকে ‘বডি শেমিং’ করে খবরের শিরোনামে ছিলেন), ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খালিদ রশিদকে। দেখে নিন কে কী বললেন! 

আরও পড়ুন: শামার মুখে এবার ঝামা ঘষলেন গাভাসকর, ‘আপনার স্লিম ছেলে লাগলে…’

মহম্মদ জায়েদ (শামির তুতো ভাই): ‘মুসলিমদের জন্য রোজা পালন করা কর্তব্য, কিন্তু যদি কেউ ভ্রমণে থাকে, তাহলে তার জন্য রোজা পালন বাধ্যতামূলক নয়। সে পরেও তা পালন করতে পারে। শামি ভাই দুবাইতে খেলছে। রমজান মাসে দীর্ঘ ভ্রমণের জন্য রোজা রাখতে পারেনি। এটি কোনও বড় ইস্যু নয়। মৌলানা কেবল টিআরপির জন্য এই বিবৃতি দিয়েছেন। ট্রোলের প্রসঙ্গে বলব, মৌলানার শরিয়া সম্পর্কে জানা উচিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এরকম লোকদের ধর্মান্ধ বলেছেন এবং তাঁদের অন্যদের ট্রোল করা থেকে বিরত থাকা উচিত।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
 
শামা মহম্মদ (কংগ্রেস নেত্রী): ‘ইসলামে রমজান মাসের রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ভ্রমণ করি তখন আমাদের রোজা রাখার প্রয়োজন নেই। মহম্মদ শামি ভ্রমণরত এবং তিনি নিজের বাড়িতেও নেই। সে এমন একটি খেলাধুলোয় জড়িত, যেখানে খুব তৃষ্ণার্ত হতেই পারেন। কেউ জোর দিয়ে বলতে পারে না যে, যখন কেউ কোনও খেলাধুলা করছে, তখন তাকে রোজা রাখতেই হবে। এটি আপনার কর্মই গুরুত্বপূর্ণ। ইসলাম অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক ধর্ম।’

খালিদ রশিদ (অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য): ‘মুসলিমদের জন্য রোজা পালন বাধ্যতামূলক, বিশেষ করে রমজান মাসে। তবে আমাদের আল্লাহ কোরানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যদি কেউ ভ্রমণে করে বা অসুস্থ থাকে, তাহলে তার রোজা পালন না করার বিকল্পও আছে। মহম্মদ শামির ক্ষেত্রেও একই বিষয়। তিনি সফররত। তাই রোজা পালন নাই বা করতে পারেন। তাঁর উপর আঙুল তোলার অধিকার কারোর নেই।’

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার ভারত মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল। জবাবে ভারত ১১ বল হাতে রেখে ৪ উইকেটে মহাযুদ্ধ জিতে ফাইনালে চলে যায়। সেই ম্যাচে শামি ১০ ওভার বল করে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন! খেলার ফাঁকে নিজেকে চাঙ্গা রাখতে এনার্জি ড্রিংক গলায় ঢেলেছিলেন শামি। পবিত্র রমজান মাসেই শামি খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, খেলার চক্করে তা তিনি কী করে ভুলে যেতে পারেন! এই মর্মেই শামিকে তোপ দেগেছিলেন ভারতের জামাত প্রধান।

আরও পড়ুন: ২২ মার্চ ইডেনে কেকেআর, ন্যূনতম কত টাকায় স্টেডিয়ামে এন্ট্রি? শুরু হল টিকিট বিক্রি…

রাজভি এক ভিডিয়ো বার্তায় বলেছিলেন, ‘ইসলামে রোজা রাখা কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে সে পাপী। ক্রিকেটার মহম্মদ শামিও রোজা না রেখে পাপ করেছেন। তিনি একজন ক্রিমিনাল। যদি কোনও সুস্থ পুরুষ বা মহিলা ‘রোজা’ পালন না করে, তাহলে সে বড় অপরাধী। ভারতের বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব মহম্মদ শামি, ম্যাচ চলাকালীন জল বা অন্য কোনও পানীয় নিয়েছিলেন। মানুষ তা দেখেছে। তিনি খেলছেন মানেই তিনি সুস্থ। এই অবস্থায় তিনি রোজা পালন করেননি এবং এমনকী জলও পান করেছিলেন। শামি মানুষের মধ্যে ভুল বার্তা দিয়েছেন। রোজা না করে শামি অপরাধ করেছেন। তাঁর এটি করা উচিত হয়নি। তিনি একজন অপরাধী। তাঁকে ঈশ্বরের কাছেই জবাবদিহি করতে হবে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link