NOW READING:
CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই, পুনর্নির্বাচিত হলেন, রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-অশোকরা
February 25, 2025

CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই, পুনর্নির্বাচিত হলেন, রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-অশোকরা

CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমই, পুনর্নির্বাচিত হলেন, রাজ্য কমিটি থেকে বাদ বিকাশ-অশোকরা
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> ফের CPM-এর রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। দলের ২৭তম রাজ্য সম্মেলনে সেলিমের নামেই ফের সিলমোহর পড়ল। ২০২২ সাল থেকে ওই পদে আসীন রয়েছেন সেলিম। দ্বিতীয় বারও তাঁর উপরই আস্থা রাখল পলিটব্যুরো। দলের তরফে বিবৃতি দিয়ে সেলিমকে অভিনন্দন জানানো হয়েছে। তবে ৮০ জনের যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে, তাতে সেই অর্থে কোনও চমক নেই।</p>
<p>পাশাপাশি, বয়সের কারণে CPM-এর রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং অমিয় পাত্ররা। সিপিএম-এর দলীয় নীতি অনুযায়ী, ৭২ বছরের বেশি বয়স হলে রাজ্য কমিটিতে থাকা যায় না। দলবিরোধী কাজের অভিযোগে জেলার পর, রাজ্য কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে সুশান্ত ঘোষকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভহিযোগ রয়েছে। ফলে ৮০ জনের কমিটিতে জায়গা হল না SFI-এর সম্পাদক তথা সভাপতির।&nbsp;</p>
<p><iframe style="border: none; overflow: hidden;" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcpimwbpc%2Fposts%2Fpfbid0K81ZYDA4CLHUWhuTDUBWDCybAFgNPQu88egZZfrC9anzEB1ZAkFfEtyppTBnyMYql&amp;show_text=true&amp;width=500" width="500" height="250" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>বরং শ্রমিক ফ্রন্ট থেকে রাজ্য কমিটিতে এলেন ইন্দ্রজিৎ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার জেলার সম্পাদক রাজ্য কমিটির সদস্য় ছিলেন না, তাঁকে নেওয়া হয়েছে দলে। তবে ছাত্র এবং তরুণ নেতাদের উপর বার বার গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও, এবারে CPM-এর রাজ্য কমিটিতে SFI-এর সম্পাদক এবং সভাপতি, দু’জনের জায়গা পেলেন না।</p>



Source link