NOW READING:
Dogs Head Found In Momo Factory Fridge: নামী মোমো কারখানার ফ্রিজে জমানো কুকুরের কাটা মাথা! তবে কি…
March 18, 2025

Dogs Head Found In Momo Factory Fridge: নামী মোমো কারখানার ফ্রিজে জমানো কুকুরের কাটা মাথা! তবে কি…

Dogs Head Found In Momo Factory Fridge: নামী মোমো কারখানার ফ্রিজে জমানো কুকুরের কাটা মাথা! তবে কি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহালির (Mohali) একটি খাবারের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পৌর কর্পোরেশনের মেডিক্যাল টিমের। ফুড কারখানায় (Momo Factory) অভিযানের সময় ফ্রিজে একটি কুকুরের মাথা পাওয়া যায়। তারপরেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সন্দেহ, তাহলে কি কুকুরের মাংস দিয়েই তৈরি হচ্ছে মোমো। এরপরেই কারখানাটি খাবার ও কাঁচামাল নষ্ট করে দেওয়া হয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রবিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, পৌরসভার একটি দল এই মোমো এবং স্প্রিং রোল কারখানায় অভিযান চালায়। অনলাইনে এমন ভিডিয়ো সামনে এসেছিল যেখানে শ্রমিকদের নোংরা জল এবং পচা শাকসবজি ব্যবহার করতে দেখা গিয়েছে। দু-বছর ধরে চালু থাকা এই কারখানাটি প্রতিদিন এক কুইন্টালেরও বেশি মোমো এবং স্প্রিং রোল তৈরি করে। চণ্ডীগড়, পঞ্চকুলা এবং কালকা জুড়ে সরবরাহ হত এই খাবার।

কর্মকর্তারা কারখানায় গিয়ে ঠান্ডা মাংস, একটি ক্রাশার মেশিন এবং পুনঃব্যবহৃত রান্নার তেলও খুঁজে পেয়েছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও)-র নেতৃত্বে রবিবার এবং সোমবার মোহালি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নোংরা, পচা শাকসবজি এবং অস্বাস্থ্যকর ফাস্ট ফুড পাওয়া যায়। এর পরে সোমবারও এই অভিযান অব্যাহত ছিল। 

পৌর কর্পোরেশনের মেডিক্যাল টিম মোহালির একটি মুরগির দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি দুর্গন্ধযুক্ত হিমায়িত মুরগি জব্দ করে ও নষ্ট করে। চলমান তদন্তের অংশ হিসেবে, মোমো, স্প্রিং রোল এবং চাটনি সহ খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়। এই অভিযানের সময়, কর্মকর্তারা একটি ফ্রিজের ভেতরে পাগের মাথা খুঁজে পান।

স্থানীয়রা কাটা মাথাটি দেখে ‘বিল্লা’ বলে চিৎকার করে উঠলেও, কর্মকর্তারা স্পষ্ট করে বলেন যে এটি খাদ্য উৎপাদনে ব্যবহৃত হত না বরং কারখানার শ্রমিকরা, যারা নেপালি বংশোদ্ভূত, তা খায় বলেই অভিযোগ। এরপরেই কারখানার পণ্যে কুকুরের মাংস ব্যবহার করা হয়েছে কিনা তা নির্ধারণের জন্য মাথাটি পরীক্ষার জন্য পশুচিকিৎসা বিভাগে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, Wife Torture: “আমি বাঁচতে চাই না…” ১২ লাখ টাকা চাইছে স্ত্রী! ভিডিয়োয় কাঁদতে কাঁদতেই যুবক….

আরও পড়ুন, Narendra Modi’s letter To Sunita Williams: ‘প্রিয় সুনীতা, ভালো থেকো…’, আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link