Manmohan Singh: অবশেষে মিলছে জমি, কোথায় তৈরি হবে মনমোহন সিং-এর স্মৃতিসৌধ?

Estimated read time 1 min read
Listen to this article


রাজীব চক্রবর্তী: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মৃতি সৌধ (Manmohan Singh Memorial) তৈরির জন্য সম্ভাব্য তিনটি জায়গা আপাতভাবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। স্মৃতি সৌধ নির্মাণ হতে পারে একতা স্থল, বিজয় ঘাট অথবা রাষ্ট্রীয় স্মৃতিস্থলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং CPWDর বৈঠকে এই সম্ভাব্য তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে। 

আরও পড়ুন- Bread Price Increase: এক ডিমে ছাড় নেই, দোসর পাউরুটি! রবি থেকেই বিরাট দামি…

সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন তা ঠিক করার এক্তিয়ার সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের উপরেই। প্রসঙ্গত, একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জেইল সিং এর সমাধি। রাজঘাট সংলগ্ন একেবারে রাস্তার উপর অবস্থিত বিজয় ঘাটে রয়েছে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সমাধি। রাষ্ট্রীয় স্মৃতিস্থল দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ জননেতাদের সমাধি তৈরির জন্য বরাদ্দ।

বছরের শেষ শুক্রবার প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর শেষকৃত্যের সময় কংগ্রেসের পক্ষ থেকে মোদী সরকারকে জানানো হয়, যমুনাতীরবর্তী রাজঘাটের আশপাশে চিহ্নিত কোনো জমিতে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হোক, যেখানে কংগ্রেস তাঁর স্মৃতিসৌধ তৈরি করবে। একই দাবি জানান শিরোমনি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলও। দুই দলের নেতাদের দাবি, দেশের একমাত্র শিখ প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করা হোক, যেখানে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে। কিন্তু সরকার এই অনুরোধ প্রত্যাখ্যান করে। 

আরও পড়ুন- Shah Rukh Khan | Pushpa 2: ‘পুষ্পা’র অফার ফিরিয়ে হাত কামড়াচ্ছেন শাহরুখ! নিজমুখেই স্বীকার কিংখানের…

তবে জানানো হয়, মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ তৈরির উপযুক্ত স্থান সরকার ঠিক করে দেবে। সে জন্য কিছুটা সময় লাগবে। প্রয়াত প্রধানমন্ত্রীর অন্তিম কাজ নিগমবোধ ঘাটেই করা হোক। এরপরেই আজ তথা ৩ জানুয়ারি ডঃ মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরির জন্য সম্ভাব্য তিনটি জায়গা আপাতভাবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। 

বিজেপির তরফে কংগ্রেসের সমালোচনা করে বলা হয়, দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সমাধিস্থল গড়তে কংগ্রেসকে কখনো উদ্যোগী হতে দেখা যায়নি। তা ছাড়া যমুনাতীরবর্তী রাজঘাটসংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় নেতাদের সমাধিক্ষেত্র তৈরির প্রথা ২০১৩ সালে মনমোহন সিংয়ের সরকারই তুলে দিয়েছিল। যুক্তি ছিল স্থানাভাবের। 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours