জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও মিতালি রাজের (Mithali Raj) একসঙ্গে পথ চলা শেষ হয়ে গেল! আগামী রবিবার উইমেন্স প্রিমিয়র লিগ (Women’s Premier League 2025) ওরফে মেয়েদের আইপিএলের নিলাম রয়েছে। তার আগেই গুজরাত এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে রিপোর্ট একাধিক মিডিয়ার। যদিও গুজরাত কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।
গুজরাত ২০২৩ সালে ভারতের প্রাক্তন অধিনায়ককে, তাদের মেন্টর হিসাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করেছিল। কিন্তু পাঁচ দলীয় লিগে, গুজরাত সবার নীচে শেষ করেছিল গতবার! ৮ ম্য়াচের মধ্য়ে মাত্র ২ ম্য়াচ জিতেছিল মিতালির মেন্টরশিপে খেলা টিম। হারতে হয়েছিল হাফ ডজন ম্য়াচ! মাত্র ৪ পয়েন্ট এসেছিল ঝুলিতে। তার আগের বছরেও ঠিক একই চিত্র ছিল গুজরাতের!
আরও পড়ুন: গাভাসকরের নির্দেশেই এই কাজ রোহিতদের! ব্রিসবেনে ব্যাটিংয়ে বিরাট পরিবর্তন ভারতের?
লরা উলভার্ট, অ্য়াশ গার্ডনার, বেথ মুনি ও ফোব লিচফিল্ডের মতো বিদেশি স্টারদের নিয়েও গুজরাত লিগ পর্যায় টপকাতে পারেনি দু’বার। যার ফলে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল টিম। মনে করা হচ্ছে লাগাতার ব্যর্থতার কারণেই মিতালিকে ছেঁটে ফেলেছে গুজরাত। শুধু মিতালই নয়, গুজরাত রাখছে না বোলিং কোচ নুশিন আল খাদেরকেও। যিনি বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কোচ। মিতালি নাকি অন্ধ্রপ্রদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও খবর। মাইকেল ক্লিঙ্গার, যিনি এই বছরের শুরুতে ব়্য়াচেল হেইন্সের স্থলাভিষিক্ত হয়েছেন, তিনিই গুজরাতের প্রধান কোচ হিসেবে বহাল থাকবেন বলেই খবর। ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনেরও চাকরি থাকছে।
আরও পড়ুন: রুট রাজত্বের অবসান! এখন কে বিশ্বের ১ নম্বর? সেরা দশে ভারতের দুই তরুণ তুর্কি
নিলামের আগে গুজরাট জায়ান্টস যে জায়গায়:
ধরে রাখা ক্রিকেটাররা হলেন: অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হরলিন দেওল, লরা উলভাট, শবনম শাকিল, তনুজা কানওয়ার, ফোব লিচফিল্ড, মেঘনা সিং, কাশভি গৌতম, প্রিয়া মিশ্র, মন্নত কাশ্যপ, সায়ালি সাথগড়ে
ছেড়ে দেওয়া ক্রিকেটাররা হলেন: স্নেহ রানা, ক্যাথরিন ব্রাইস, ত্রিশা পূজিতা, বেদা কৃষ্ণমূর্তি, তারান্নুম পাঠান, লিয়া তাহুহু
গুজরাতের হাতে রয়েছে ৪ কোটি ৪০ লক্ষ টাকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)