জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেই বোধহয় বলে মিরাক্যাল। হাসপাতালের বেডে শুয়ে মরণাপন্ন বাবা। অচেতন। আর পাশে দাঁড়িয়ে তাঁর ছোটো মেয়ে বার বার ডেকে চলেছে, ‘বাবা, ও বাবা।’
একদিকে সেই ছোট্ট মেয়েটার মুখে উদ্বেগের ছাপ। আবার আরেকদিকে আশার আলো। এই বোধহয় বাবা তার ডাকে সাড়া দিল। শেষে একসময় মেয়ের ডাকে সত্যিই চোখ মেলে তাকায়, ওই ব্যক্তি। মেয়ের চোখে তখন জল। বাবাকে ফিরে পেয়ে তার ছোট্ট দু-গাল গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু। ওদিকে বাবাকেও দেখা যায়, স্নেহেন চুম্বনে ভরিয়ে দিতে মেয়েকে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ভিডিয়োটি জনৈক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োটি সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। যদিও, ওই ব্যক্তি বা তাঁর মেয়ে কোথাকার বাসিন্দা, তা ভিডিয়োতে স্পষ্ট নয়। দেখুন সেই মর্মস্পর্শী ভিডিয়ো, এই ভিডিয়ো দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও-
आज पता चला बेटियां रहमत क्यूँ होती हैं…
कुछ दिन पहले इस बच्ची की वीडियो वायरल हुई थी अपने बाप को आवाज़ेँ दे रही थी
बाप इतना ज़्यादा बीमार था कि बच्ची को जवाब नहीं दे सकता था यहां तक कि सर भी नहीं हिला सकता था
आज यह वीडियो सामने आई
अल्हम्दुलिल्लाह बाप काफी सेहतमंद लग रहे… pic.twitter.com/GayUB1oSMJ— ꧁༺ʐǟʄǟʀ༻꧂ (@Toxic__zfr) March 2, 2025
আরও পড়ুন, 80000 crore gold reserve in Indus: জলে মিশে সোনা! ৮০০০০ কোটির স্বর্ণভান্ডার! ভাগ্য খুলে গেল ভারতের পড়শি দেশের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours