কলকাতা: তিনি প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি সরব হয়েছেন বারে বারেই।আর এবিপি আনন্দের ‘যুক্তি তক্কো’ অনুষ্ঠানে এসে, সেই আরজি করের ঘটনা, বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বললেন তিনি। মীর আফসর আলি (Mir Afsar Ali)।
মীর বলছেন, ‘বছর ৪ আগে আমাদের জীবনে যখন করোনা পরিস্থিতি এসেছিল, আমাদের মনে হয়েছিল, এটাই বোধহয় সবচেয়ে খারাপ সময়। সেই সময়ে আমরা একটা নতুন রুটিনে অভ্যস্থ হয়ে পড়েছিলাম। প্রত্যেকে বাড়িতে বন্দি, ওয়ার্ক ফ্রম হোম করছি। কিন্তু সেই সময়ে যুদ্ধক্ষেত্রে, এই জায়গায় হাসপাতালে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন যাঁরা, তাঁরা চিকিৎসক। আমরা বলেছিলাম, ডাক্তাররা না থাকলে আমরা বাঁচতাম না। সেই সময়ে আমাদের মনে হয়েছিল, ডাক্তারদের মতো মানুষ হয় না। ৪ বছরের মধ্যে পরিস্থিতি এতটাই পাল্টে গিয়েছে যে ডাক্তারদের নিজেদের অধিকারের জন্য এইভাবে লড়ে যেতে হচ্ছে। বার বার আক্রান্ত হচ্ছেন তাঁরা। যে সমস্ত চিকিৎসকেরা আন্দোলন করছেন, তাঁদের আমি অনিরোধ করব যে আমরা যাঁরা নন-মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাঁরা কিন্তু নিজেদের কাজটাও করে যাচ্ছি আন্দোলনের পাশাপাশি। লক্ষ লক্ষ গরীব মানুষ রয়েছেন, যাঁদের প্রাইভেটে গিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। এই আন্দোলন যদি চলতে থাকে, তাহলে তাঁরা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। শিক্ষার মতো স্বাস্থ্যও আমাদের অধিকার। আমি একজন চিকিৎসকের স্বামী, একজন মেয়ের বাবা। তবুও আমি একজন বাইরের মানুষ। কিন্তু আমার তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করব, নায্য দাবিতে আন্দোলন করলেও, যদি আপনারা একটু রোগীদের স্বার্থের কথা ভাবেন। যদি ইচ্ছে করে।’
মীর আরও বলেন, ‘সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন এই ঘটনার গুরুত্ব বুঝে। পাশাপাশি আমাদের বিবেক থেকে। একটা সময়ে আমরা মনে করতাম, এই বিষয়ে আমরা কিছু বলব না কারণ এই ঘটনা সরাসরি আমাদের ওপর প্রভাব ফেলে না। কিন্তু আরজি করের ঘটনা আলাদা। আরজি করের ঘটনায় মানুষ এত ক্ষেপে গিয়েছেন কারণ তাঁরা মনে করছেন, এই সিস্টেমে বদল দরকার। সবসময়ে যে তাঁরা চাইছেন কোনও দল সরে যাক, অন্য কোনও দল আসুক তা কিন্তু নয়। যুযুধান রাজনৈতিক পক্ষকে বুঝতে হবে, যে সিস্টেমে ঘুণ ধরে গিয়েছে সেটা মানুষ বদলাতে চাইছেন। মানুষের ভালর জন্য। আমি গণ কনভেশনে বলেছিলাম আন্দোলনকে হাইজ্যাক হতে দেবেন না। কিন্তু গত কয়েকদিন ধরে যা দেখছি, সেটা আমাদের শহরের চেনা ছবি নয়।’
আরও পড়ুন: RG Kar Case: ‘কাঞ্চনের মন্তব্যের পরে মনে হচ্ছিল পুরস্কারটা ঘাড়ে চেপে রয়েছে’, ফিরিয়ে দিয়ে বললেন সুপ্রিয়-সঞ্জিতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন