অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ১৩ বছরের এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ফুচকা বিক্রেতাকে। তার বিরুদ্ধে অভিযোগ, সে এক স্থানীয় শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালককে যৌনহেনস্থা করেছে। জানা যাচ্ছে, নাবালককে মুখ বন্ধ রাখতেও হুমকি দেয় ওই ফুচকা বিক্রেতা। বাগুইহাটিতে ঘটা এই বিকৃত মনস্তাত্ত্বিকপূর্ণ ঘটনাটির তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন: BJP: বাংলার ৩২ বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের! তালিকায় নাম…
নাবালকের বাড়ির লোকের অভিযোগ, নাবালক সেদিক ফুচকা কিনতে যায় রাহুল চন্দ্রবংশী (২০) নামে এক ফুচকা বিক্রেতার কাছে। স্থানীয় সূত্রে খবর, সে কৈখালীর মিস্ত্রিপাড়ার বাসিন্দা। বহুদিন ধরেই রাহুল এলাকায় ফুচকা বিক্রি করছে বলে জানা যাচ্ছে। এইদিন বিকেল ৫টা নাগাদ তার দোকানেই ফুচকা কিনতে যায় নির্যাতিত নাবালক। জানা যাচ্ছে, শৌচালয়ে নিয়ে গিয়ে তাকে যৌনহেনস্থা করে রাহুল নামের ওই ফুচকা বিক্রেতা। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিস। পরিবারের দাবি, নাবালককে মুখ বন্ধ রাখার হুমকি দেয় ওই ফুচকা বিক্রেতা।
আরও পড়ুন: TMC: সাতাশের মেগা বৈঠকে মন-মাথার পুষ্টির জন্য ‘দিদির’ বার্তা, শরীরের জন্য ডিম-ভাত!
জানা যাচ্ছে, ওই বিকৃত মনোভাবাপন্ন ফুচকা বিক্রেতা নাবালকের গোপনাঙ্গে হাত দেয়। শুধু তাকে মুখ বন্ধ রাখার হুমকি নয়, তাকে চিৎকার করতেও বারণ করে রাহুল নামের ওই ফুচকা বিক্রেতা। পরিবার সূত্রে খবর তাদের ছেলেকে জোড় করে নিয়ে যায় সেখানকারই এক স্থানীয় শৌচালয়ে। সেখানেই তার গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ জানা যাচ্ছে তারা। জানা যাচ্ছে, বাড়ি ফিরে সে সকল ঘটনা বলে তার পরিবারকে এবং সেই ঘটনার ভিত্তিতেই ওই ফুচকা বিক্রেতাকে বাগুইআটি থানার পুলিস পকসো ধারায় গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
নাবালককে পরীক্ষা করার জন্য আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, সেখানে পরীক্ষা করে দেখা হবে তাকে, ওই ফুচকা বিক্রেতার যৌন হেনস্থার কারণে নাবালকের কোনও ক্ষতি হয়েছে কিনা এবং তার সঙ্গে আর কিছু করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। কোন দৃষ্টিকোন থেকে ওই ফুচকা বিক্রেতা এই কাণ্ড ঘটিয়েছে তাও দেখা হবে বলে জানা যাচ্ছে। তার উদ্দেশ্য আসলে কী ছিল তা খতিয়ে দেখছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)