NOW READING:
আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ স্বাস্থ্য দফতরের
January 14, 2025

আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ স্বাস্থ্য দফতরের

আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ স্বাস্থ্য দফতরের
Listen to this article



<p>ABP Ananda LIVE : পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই ৭টি ওষুধের পরিবর্তে হাসপাতালগুলিকে ২টি ওষুধ অন্য কোম্পানি সরবরাহ করবে। স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে, বাকি ৫টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। ফান্ডের প্রয়োজনে প্রয়োজনীয় কারণ দেখিয়ে স্বাস্থ্য দফতরকে জানাতে নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে।&nbsp;</p>
<p><strong>ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?</strong></p>
<p><strong>&nbsp;</strong>মালদায় ফের শ্যুটআউট। দুলাল সরকার-খুনের ১২ দিনের মাথায় ফের মালদায় তৃণমূলকর্মী খুন ! রাস্তার শিলান্যাস করতে গিয়েও চলল গুলি, তৃণমূলকর্মী খুন ! তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ আরও ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ, এলাকা দখলের লড়াই ঘিরে ফের তৃণমূল বনাম তৃণমূলের এই ঘটনা! ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ ২ জন সঙ্কটজনক। অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। তৃণমূল কর্মী জাকিরের সঙ্গে বকুল শেখের বিবাদের জেরেই এই হামলার ঘটনা বলে অভিযোগ উঠেছে। কালিয়াচকে ভিড়ে ঠাসা তৃণমূলের অনুষ্ঠানেই গুলি করে চম্পট দেয় আততায়ীরা ! ১২ নম্বর জাতীয় সড়কের কাছেই সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। এলোপাথাড়ি গুলির পরে ইট দিয়ে মাথা থেঁতলে তৃণমূলকর্মীকে খুন করা হয়।</p>



Source link