NOW READING:
প্রসবের পরেই লেখানো হয় মুচলেকা, জেনেশুনেই বিষাক্ত স্যালাইন ব্যবহার?
January 14, 2025

প্রসবের পরেই লেখানো হয় মুচলেকা, জেনেশুনেই বিষাক্ত স্যালাইন ব্যবহার?

প্রসবের পরেই লেখানো হয় মুচলেকা, জেনেশুনেই বিষাক্ত স্যালাইন ব্যবহার?
Listen to this article



<p>ABP Ananda Live: বিষাক্ত স্যালাইন, এসএসকেএমে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। জমাট বাঁধছে না রক্ত, ঠিকমতো কাজ করছে না ফুসফুস-কিডনিও। আর একা অস্ত্রোপচার করতে পারবেন না জুনিয়র-PGT। করলেই শাস্তিযোগ্য অপরাধ। স্যালাইনকাণ্ডে তোলপাড়ের মধ্যেই জানিয়ে দিল মেদিনীপুর মেডিক্যালে।</p>
<p><strong>বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই চরম পরিণতি প্রসূতির?</strong></p>
<p>বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু ? মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে সাড়ে ৫ পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, &nbsp;’অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে ৫ রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত ১০ ইউনিটের বদলে সবাইকে ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়।'</p>



Source link