‘স্যালাইনের মধ্যে অপরিশ্রুত পদার্থ ছিল’, বিস্ফোরক স্বাস্থ্য দফতরের স্পেশাল অফিসার
<p>ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্যুর পর ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই, উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর কারখানায় পৌঁছয় এবিপি আনন্দ। এখানেই ডিসেম্বর মাসে ৩ দিন ধরে অভিযান চালানো হয়েছিল। সন্ধেয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের শিলিগুড়ির অফিসেও পৌঁছয় এবিপি আনন্দ। দেখা মেলেনি সংস্থার ৩ ডিরেক্টরের কারও। ‘</p>
<p><strong>আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক</strong></p>
<p>এদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল’ কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।</p>
Source link