<p>ABP Ananda Live: ‘একসঙ্গে ৬ জন সিনিয়র ডাক্তার ও ৬ জন জুনিয়র ডাক্তাররা যাদের মধ্যে একজন ইনটার্ন আছে তাংরা সকলে একসঙ্গে সাসপেন্ডেড হয়ে যাবে এটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনওদিন হয়েছে বলে আমাদের মনে হয় না। যে কাণ্ড চলছে এই স্যালাইনকাণ্ড এটা আজ থেকে নয় ২০১৫ সাল থেকে স্যালাইন নিয়ে কিছু চিকিৎসক অভিযোগ করেছিলেন। তারপর থেকেও চলবে যাচ্ছে। এই বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য এবং একদম স্বাস্থ্য দফতরের ব্যর্থতা অন্য ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দোওয়ার জন্য এই পরিকল্পনা’, বললেন সিনিয়র চিকিৎসক মানস গুমটা।</p>
<p><strong>বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ</strong></p>
<p>১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। </p>
Source link
‘স্যালাইনকাণ্ড থেকে নজর ঘোরাতেই সাসপেন্ড’, বিস্ফোরক অভিযোগ মানস গুমটার

+ There are no comments
Add yours