NOW READING:
৩ প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতায়, কেমন আছেন তারা?
January 13, 2025

৩ প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতায়, কেমন আছেন তারা?

৩ প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতায়, কেমন আছেন তারা?
Listen to this article


ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির। কাল জমা পড়বে তদন্ত রিপোর্ট। মেদিনীপুর মেডিক্যালে দীর্ঘদিন বাক্সবন্দি হয়ে পড়েছিল স্যালাইন। রাসায়নিক বিক্রিয়ায় দিকেই ইঙ্গিত তদন্ত কমিটির। রহস্যভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে করা হবে বায়োপসি। বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ জন প্রসূতি, একজনের অবস্থা আশঙ্কাজনক। কিডনিতে সংক্রমণ, করা হল ডায়ালিসিস। গ্রিন করিডোর করে তিনজন প্রসূতিকে নিয়ে আসা হল কলকাতায়।

দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে তৃণমূল নেতারাই  

দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে হল তৃণমূল নেতাদেরকেই। অভিযুক্তের বাড়ির সামনে কেন পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? প্রশ্ন তুললেন নিহত দুলাল সরকারের অনুগামীরা। মালদার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হল জয়প্রকাশ মজুমদারকে।



Source link