বিশ্বজিৎ দাস ও সন্দীপ সরকার, মেদিনীপুর: গিয়েছিলেন, সাংসদ তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার উদ্বোধন করতে। আর সেখানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে, মেজাজ হারালেন, দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের উদ্দেশে বললেন, ‘এই পাঁচশো টাকার চাকররা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে! যা নিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষের সুরে সিপিএম বলছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ডিএ-এর দাবি প্রসঙ্গে কী বলেছিলেন, তা কি তৃণমূল ভুলে গেছে?
মেদিনীপুর বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে। কাজ করে উদ্বোধন করছি, আবার ঘেউ ঘেউ করছে? প্রাক্তন নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে চরম বচসায় জড়ালেন দিলীপ ঘোষ! আর এই ঝগড়া ঝাটির মাঝেই বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির গলায় উঠে এল বিতর্কিত নানা শব্দ!দিলীপ ঘোষের মুখের ভাষার তীব্র সমালোচনা করেছে তৃণমূল।
পাল্টা কটাক্ষের সুরে সিপিএম বলছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সরকারি কর্মচারীদের ডিএ-এর দাবি প্রসঙ্গে কী বলেছিলেন, তা কি তৃণমূলের মনে আছে? অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’এবারের জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে, এবার আপনারা ১৫ শতাংশ DA বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না।’ দিলীপ ঘোষ এলাকা ছাড়তেই, তাঁর রাস্তা উদ্বোধনের বোর্ডে লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হয় ডোবায়।
আরও পড়ুন, ২ বছর পর জামিনে জেলমুক্তির পরেই বহিষ্কৃত যুব TMC নেতা শান্তনুকে বীরের সংবর্ধনা ! ‘জেলে থেকে অনেক কিছু জেনেছি..’
আরও দেখুন