<p>ABP Aanda Live: সাসপেনশন তোলার দাবিতে মেদিনীপুর মেডিক্যালে প্রায় ২৪ ঘণ্টা ধরে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন তোলার দাবিতে এবার চিঠি স্বাস্থ্যভবনেও। ‘রাজ্য সরকার বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কেউ কথা বলেনি, অবস্থান চলবে’, জানালেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি নয়, চলবে অবস্থান কর্মসূচি, কোথাও কাজে ব্যাঘাত হবে না, জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। </p>
<p> </p>
<p> </p>
<p><strong>‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ একাধিক প্রশ্ন RG করের নির্যাতিতার পরিবারের</strong></p>
<p> </p>
<p>পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)</p>
<p> </p>
Source link
সাসপেনশন তোলার দাবি, মেদিনীপুর মেডিক্যালে প্রায় ২৪ ঘণ্টা ধরে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা
