অনন্ত অম্বানির থেকে দামি ঘড়ি পরেন জুকারবার্গ ? বিশ্বের মাত্র ২০ জনের কাছেই আছে

Estimated read time 1 min read
Listen to this article


 

Meta CEO: অনন্ত অম্বানির বিয়েতে (Anant Ambani Watch) ঘড়ির প্রতি আগ্রহ দেখা গিয়েছিল তাঁর। অনন্তের লাস্কারি ওয়াচ (Anant Ambani Watch) নিজেই পরখ করেছিলেন। এবার সামনে এল মার্ক জুকেরবার্গের লাক্সারি ওয়াচের (Mark Zuckerberg Watch)ছবি। দাম শুনলে ভিড়মি খাবেন।  

বিশ্বের ২০ জনের কাছে আছে এই ঘড়ি
কেমন দেখতে এই ঘড়ি ? প্রায় কাগজের মতো পাতলা এই ঘড়ি দেখলে যেকেউ অবাক হবেন। যা বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি। ফেসবুকের মূল কোম্পানি মেটা-র সিইও মার্ক জুকারবার্গ এই ঘড়িটি পরেন। বিশ্বের মাত্র 20 জনের কাছে এই ঘড়ি আছে। কারণ এটি যে কোম্পানিটি তৈরি করেছে তারা এখনও পর্যন্ত এতগুলো ঘড়িই তৈরি করেছেন। 

Mark Zuckerberg Watch : কতটা পাতলা এই ঘড়ি, দাম কত
আপনি এর দাম জানতে চান। জানলে চমকে যাবেন। হ্যাঁ, এর দাম পাঁচ কোটি টাকা। ভারতের অর্ধেকেরও বেশি মানুষ তাদের সারা জীবনে এতটা উপার্জনও করে না। মাত্র 1.7 মিলিমিটার পুরুত্বের এই ঘড়িটির নামটিও সাধারণ – অক্টো ফিনিসিমো আল্ট্রা এসওএসসি। এটি ইতালীয় বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী সংস্থা বুলগারি তৈরি করেছে।

ডায়াল টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি
মার্ক জুকারবার্গের ৫ কোটি টাকার ঘড়ির ডায়াল টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি। ব্রেসলেটটি টাইটানিয়াম দিয়ে তৈরি। এটির ভিতরে 170টি বিভিন্ন সরঞ্জাম রয়েছে। প্রতিটি টুকরার ডিজাইন আলাদা। এটি পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যায়।

ইনস্টাগ্রাম ভিডিওতে দেখতে পাবেন ছবি
এই বিশেষ ঘড়িটি মার্ক জুকারবার্গের হাতে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গেছে। বিশ্বের অন্যতম ধনী মার্ক জুকারবার্গকে গত মাসে আরেকটি অত্যন্ত দামি ঘড়ি পরতে দেখা গেছে। De Bethune DB25 Starry Varius Aérolite নামের এই দ্বিতীয় ঘড়িটির দামও 2 কোটি 20 লাখ টাকা। যে কোম্পানি এটি তৈরি করে, তারা প্রতি বছর মাত্র পাঁচটি ঘড়ি তৈরি করে।

Mark Zuckerberg Watch : এটা স্পষ্ট, মার্ক জুকারবার্গ দামি ঘড়ি খুব পছন্দ করেন। তার কথা বলার ধরনেও এর প্রতিফলন ঘটেছে। মার্কের কব্জিকে গয়নার মতো শোভা পাচ্ছে এই ঘড়ি। সম্প্রতি স্মার্ট ঘড়ি বাজারে আসার পরও ভারতে সাধারণ ঘড়ি প্রেমীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

আরও পড়ুন:  Allu Arjun: পুষ্পা ২-এ নিয়েছেন ৩০০ কোটি টাকা ! জানেন বছরে কত ট্যাক্স দিয়েছেন অল্লু অর্জুন ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours