জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। অধুনা প্রয়াগরাজে প্রতিদিন পুণ্যস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। অতীতে এই জায়গা পরিচিত ছিল ‘ইলাহাবাদ’ নামে। সাধু-সন্ন্যাসিনীদের ভিড়ে থিকথিক করছে উত্তরপ্রদেশের এই তীর্থক্ষেত্র। ভিড়েও আলাদা করে নজর কাড়লেন মহারথীরা। ফুটবল ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও সর্বকালের শ্রেষ্ঠ দুই তারকা লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Messi-Ronaldo) প্রয়াগরাজে পুণ্যস্নানে একসঙ্গে দিলেন ডুব! যে ভিডিয়ো নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে!
আরও পড়ুন: মহাকুম্ভের সুন্দরী সন্ন্যাসিনী কে? সত্যিই তিনি সাধ্বী তো! প্রশ্নের ঝড় নেটপাড়ায়…
খেলদুনিয়ার শুধু মেসি-রোনাল্ডোই তো নন, মহাকুম্ভ শাহি স্নানে একসঙ্গে দেখা গেল টেনিসের দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে। ছিল রাষ্ট্রপ্রধানদেরও ভিড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একসঙ্গে পুণ্যস্নান সারলেন। ছিলেন মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ রাজনীতিবিদ ও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তবে এতক্ষণ যা পড়লেন, তা কিন্তু বাস্তবে ঘটেনি, সবই ঘটেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ওরফে কৃত্তিম মেধায়। ইনস্টাগ্রামে রয়েছে artificialbudhi নামের এক পেজ। এক ডিজিটাল ক্রিয়েটরেরই মাথায় এসেছে এমন সব ভাবনা। তিনি বরাবরই এআইয়ের হাত ধরে ধার্মিক, ঐতিহাসিক ও প্রযুক্তিগত দুনিয়ার কন্টেন্ট তৈরি করেন। দিন তিনেক আগে তাঁর এই মহাকুম্ভ নিয়ে বিশেষ নিবেদন নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছে। যা নিয়ে এখনও চর্চা চলছে।
আরও পড়ুন: ১১ হাজার রানের সঙ্গে ১৮ সেঞ্চুরি! ভারতের নতুন ব্যাটিং কোচ কে? কাজ শুরু করছেন ইডেনে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)