অয়ন ঘোষাল: অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের জের। বসন্তের কলকাতায় রেকর্ড বৃষ্টি। আলিপুরে বৃষ্টিপাত প্রায় ৪৮ মিলিমিটার। বৃষ্টির জেরে বড়সড় পতন দিন ও রাতের তাপমাত্রায়। পরশু রাতের তাপমাত্রা ২৩.৭ থেকে গতরাতে নেমে ১৮.৫। একরাতে ৫ ডিগ্রি পারদ পতন। পরশু দিনের তাপমাত্রা ৩০.৯ থেকে গতকাল নেমে ২৭.৫। প্রায় ৪ ডিগ্রি পারদ পতন। আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। কাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সতর্কতা। পরশু রবিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরে মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবারের পর কিছুটা শুষ্ক আবহাওয়া। কমবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রা। বসন্তের অকাল বর্ষণে রাজ্যজুড়ে রবি শস্যের ক্ষতির আশঙ্কা। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। পাশাপাশি আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা। ক্ষতি হতে পারে আমের মুকুল এবং মরশুমি সবজির ফলন। আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার।
সিস্টেম
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। জোড়া ঘূর্ণাবর্ত। রাজস্থান এবং আসামে ঘূর্ণাবর্ত। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ২৪ ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টানর্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে
গতকালের বৃষ্টি বাতাসে বহমান জলীয় বাষ্পের একটা বড় অংশ শুষে নিয়েছে। তাই গতকালের তুলনায় আজ বৃষ্টির প্রবণতা বা পরিমাণ অনেকটা কমবে। নতুন করে আরও জলীয় বাষ্প প্রবেশ করছে অক্ষরেখার হাত ধরে। তাই আগামীকাল ও পরশু অর্থাৎ শনি এবং রবিবার ফের বাড়বে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ।
শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা হুগলি ও নদিয়া জেলাতে।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: বিবাহিত জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বৃষের, অহংকার ত্যাগ করুন সিংহ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা।
রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে একাধিক স্পেলে বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গ
দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আজ থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।
শনিবার এবং রবিবার এইদু দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
কলকাতা
বসন্তের রেকর্ড বৃষ্টিতে হুহু করে নামল দিন ও রাতের পারদ। আজ আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে ফের বৃষ্টি বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৩.৪ থেকে প্রায় ৫ ডিগ্রি নেমে ১৮.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ থেকে প্রায় ৪ ডিগ্রি নেমে ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৭.৭ মিলিমিটার।
ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, আসাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার-ঝাড়খন্ড, ওড়িশা, সিকিমে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)