Secret Love of Sridevi | শ্রীদেবীর ‘ছেলে’-ই প্রেমে হাবুডুবু নায়িকার, কিন্তু সে গোপন কথা…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোসুপারস্টার শ্রীদেবী। কেরিয়ারের শুরু থেকে শেষ, লাইম লাইটে থেকেছেন চিরকাল। তার প্রতিটি ছবি দর্শকের মনে এমনই দাগ কেটেছে, মৃত্যুর পরেও এই অভিনেত্রী শাশ্বত, অমলিন। তাঁর ভুবনভোলানো হাসি, তাঁর রূপ, তাঁর নাচ, তাঁর অভিনয় সবই সেরা। দশভূজার মতো সব ক্ষেত্রে পারদর্শী এই নায়িকা দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। অচিরেই পেয়েছিলেন সুপারস্টার তকমা। এহেন সুন্দরী নায়িকা- শ্রীদেবীর প্রেমে কাবু হবেন না এরকম পুরুষ সে সময় খুব কমই ছিলেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কিন্তু তাই বলে ছেলে? 

মিঠুনের সঙ্গে শ্রীদেবীর প্রেম বহু চর্চিত। বিয়ের পরিকল্পনা করেছিলেন যুগলে। মিঠুন ছিলেন বিবাহিত। তাই ভগ্ন হৃদয়ে শ্রীদেবীকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু অভিনয়ে তার কোনও প্রভাব পড়েনি। আসলেই যে তিনি সুপারস্টার। তাই তার মৃত্যুর পরও তার প্রেম চর্চিত। প্রেম, ভগ্নহৃদয়, অভিনয়, সাফল্য, সব মিশিয়ে জীবন যখন দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিল, ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমাটি সুপারহিট হয়। 

আরও পড়ুনSikandar Teaser | আসছেন ‘সিকন্দার’ ভাইজান!‌ টিজারেই শুরু ধুন্ধুমার অ্যাডভান্স বুকিং…

 কিন্তু ‘সন্তান’ যদি মায়ের প্রেমে পড়ে, তাহলে তার বিড়ম্বনা অনেক। কিন্তু শ্রীদেবীকে এই বিড়ম্বনা সহ্য করতে হয়নি। আসলে এই সন্তান রিয়েল নয়, রিলের সন্তান। ‘পর্দার ছেলে’ প্রেমে পড়েছিলেন শ্রীদেবীর। এই অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন একজন দক্ষিণী সুপারস্টার? কিংবদন্তী এই অভিনেতাকে ‘দক্ষিণের ভগবান’ মানা হয়। সারা জীবন নিজে অসংখ্য প্রেমের প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনিই যে শ্রীদেবীর প্রেমে একসময় বুঁদ হয়েছিলেন, তা অনেকেরই অজানা। 

১৩ বছর বয়সী শ্রীদেবী তামিল ছবি ‘মন্দ্রু মদিচু’– তে অভিনয় করেন। এই ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে শ্রীদেবীর ছেলের ছেলের রোল করেছিলেন তিনি। পরবর্তীতে শ্রীদেবীর প্রেমে পড়েন। বয়সের অনেক তফাৎ থাকা সত্ত্বেও, প্রেমের দুর্বার গতি বাঁধ মানেনি। এমনও শোনা যায় এই সুপারস্টার অভিনেতা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় শ্রীদেবী সাত দিনের উপোস করেছিলেন অভিনেতার মঙ্গল কামনায়।

আরও পড়ুন: Govinda Divorce | Explosive Interview | ‘আমার কুণ্ডলীতেই দ্বিতীয় বিয়ে আছে, সুনীতার মেনে নেওয়া উচিত!’

এই ”মন্দ্রু মদিচু’র  সেটেই শ্রীদেবীর প্রেমে পড়েন অভিনেতা। তাঁদের অসমাপ্ত প্রেম কাহিনী অনেক গল্পের মতোই দিনের আলো দেখেনি। দক্ষিণী সুপারস্টার যখন শ্রীদেবীকে তাঁর মনের কথা বলতে পৌঁছেছিলেন তাঁর বাড়িতে,তখন রাত হয়ে এসেছিল, তাই শ্রীদেবীর বাড়ির সমস্ত আলো নিভে গিয়েছিল। সেই সঙ্গে নিভে গিয়েছিল না বলা কথাগুলো। অসমাপ্ত রইল আরও দুই সুপারস্টারের প্রেম কাহিনী। 

এখন মনে হচ্ছে তো কে এই সুপারস্টার? তিনি আর কেউ নন অভিনেতা রজনীকান্ত। হ্যাঁ, দক্ষিণী সিনেমার ‘জীবন্ত কিংবদন্তি’ রজনীকান্ত আর শ্রীদেবীর প্রেম কাহিনি যেন বইয়ের ভাঁজে রাখা সেই চ্যাপটা গোলাপ, যার আর সুগন্ধ নেই, আছে শুধু স্মৃতি।





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours