জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:একদিকে শোবিজ দুনিয়ার হাতছানি। একের পর এক সিনেমা। সাফল্য, পুরস্কার আর ব্যাংক ব্যালান্স। আর অন্যদিকে ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদে যাওয়ার তীব্র ইচ্ছা। পর্দার দুনিয়ায় এমন মানুষ খুব একটা পাওয়া যায় না। বিনোদনের জগত তাঁকে যতই সাফল্য এবং জনপ্রিয়তা দিক না কেন, জীবনে সফলতার মানে তার কাছে ছিল কঠিন পরীক্ষায় পাশ করে সরকারি চাকুরীজীবি হওয়া। তাই বাবার ইচ্ছে পূরণ করতে তিনি হয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক। কিন্তু কে সে নায়িকা যিনি সিনেমা সিরিয়ালের ব্যস্ত জীবন এবং লাইম লাইট সামলেও সফল হয়েছেন ভারতের অন্যতম কঠিন ‘আই এ এস পরীক্ষায়? আই.এ.এস- ‘এইচ এস কীর্থনা’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
২০১৯ সালে আইএস পরীক্ষায় সফল হয়ে সফল কেন্দ্রীয় আধিকারিক হয়েছেন কন্নড় ছবির জগতের এই বিখ্যাত নায়িকা। ছবি করতে করতেও তিনি এর আগে পাঁচবার এই পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এই ব্যর্থতাই তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে।
আরও পড়ুন: Kangana Ranaut | Javed Akhtar | বন্ধুত্বের হাত একে অপরের দিকে! ভরা ফাল্গুনে তিক্ততা শেষ কঙ্গনা-জাভেদের…
কীর্থনা চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। জনপ্রিয় টিভি শো ‘কাপুরদা গম্ভে’, ‘গঙ্গা যমুনা’, ‘মদ্দিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘সার্কেল ইন্সপেক্টর’, ‘লেডি কমিশনার’, ‘হাব্বা’ সহ একাধিক টেলি সিরিয়ালের অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে ৩২ টি সফল সিনেমার নাম, যা তাঁকে একসময় সাংঘাতিক জনপ্রিয়তা দিয়েছিল।
কর্ণাটকের বাসিন্দা অভিনেত্রী কীর্থনা, কর্ণাটকের হোসকারে গ্রামে বড় হয়েছেন। এরপর তিনি ব্যাঙ্গালোরে চলে আসেন তাঁর পড়াশোনার জন্য। স্কুল পাস করার পর তিনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। এই সময় তার অভিনয় জগত পুরোদমে চলছিল। আর তার মধ্যে চলছিল সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি। ২০১১ সালে কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় পাশ করেন। তারপরেই তার লক্ষ্য হয়ে যায় আইএএস।
আরও পড়ুন: Secret Love of Sridevi | শ্রীদেবীর ‘ছেলে’-ই প্রেমে হাবুডুবু নায়িকার, কিন্তু সে গোপন কথা…
সফল অভিনেত্রীর পর সফল কেন্দ্রীয় আধিকারিক এই দুই রোল তিনি দক্ষতার সঙ্গে সামলে চলেছেন। পর্দার জগতকে এখন তিনি বিদায় জানালেও তাঁর এই অসামান্য সাফল্যের কাহিনী এখনও লোকমুখে ঘোরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)