প্রমোদ শর্মা: মেরঠে (Meerut murder) মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের (Saurav Rajput Murder Case) নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। একের পর এক ভয়ংকর তথ্য উঠে আসছে এই খুনের ঘটনায়। সৌরভ হত্যাকাণ্ডে শুক্রবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিস সূত্রের দাবি, একটি ওয়েব সিরিজ দেখে মৃতদেহ লোপাটের আইডিয়া পায় সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগি(Muskan Rastogi)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলেই লন্ডন থেকে ছুটিতে ২৪ ফেব্রুয়ারি বাড়ি আসেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তারপরই ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করা হয়। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। মার্বেল কাটার মেশিন দিয়ে তারপর সেই ড্রাম কেটে উদ্ধার করা হয় সৌরভের দেহাংশ।
আরও পড়ুন- Bank Strike: স্থগিত ব্যাংক ধর্মঘট, ২৪-২৫ মার্চ খোলা থাকছে ব্যাংক…
স্বামীর দেহ লোপাট করতে ১১০০ টাকা দিয়ে ড্রাম কেনে মুসকান। গত নভেম্বর মাস থেকেই সৌরভকে খুনের ছক কষে মুসকান। খুনের উদ্দেশে মুরগি কাটার কথা বলে দোকান থেকে বড় ২টি ছুরিও কেনে। প্রথমে শোনা গিয়েছিল গুগলে সার্চ করে খুনের পদ্ধতি শেখে মুসকান। তবে এবার সামনে এল অন্য তথ্য। পুলিস সূত্রের দাবি, ওয়েব সিরিজ দেখে লাশ ড্রামের মধ্যে সিমেন্টে ফেলে তা লোপাট করার আইডিয়া পায় মুসকান। এরপর মুসকানের কথা মতোই সৌরভের মৃতদেহ লোপাট করা হয়।
জানা যায় যে সৌরভ রাজপুতের দেহের ময়নাতদন্তের রিপোর্ট (Meerut Murder Post Mortem Report)লিখতে গিয়ে হাত কেঁপে গিয়েছে তদন্তকারী মেডিকেল অফিসারের। ওই মেডিক্যাল অফিসারের কথায়, ৩০ বছরের কর্মজীবনে কখনও এমন অবস্থায় কোনও মৃতদেহ তিনি দেখেননি।রিপোর্টে উল্লেখ, অন্তত ২ সপ্তাহ আগে খুন করা হয় সৌরভকে। তারপর দেহ কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ভিজে সিমেন্ট দিয়ে নিহত সৌরলভের শরীরের চামড়া পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মৃতদেহের চামড়া প্রায় উঠে আসছিল। নড়বড় করছে দাঁত। নিহত সৌরভ রাজপুতের শরীরের চামড়াও ছিল পোড়া।
আরও পড়ুন- Ranbir Kapoor | Alia Bhatt: ‘আলিয়া নয়, ওকেই প্রথম স্ত্রী মানি’, বিয়ের ৩ বছর পর ভয়ংকর স্বীকারোক্তি রণবীরের…
প্রসঙ্গত, ২০১৬ সালে পরিবারের আপত্তি সত্ত্বেও, বাড়ি ছেড়ে এসে ২৭ বছরের তরুণী মুসকানকে ভালোবেসে বিয়ে করেন সৌরভ। ২০১৯-এ মেয়ের জন্মের পরই বাল্যবন্ধু সাহিল শুক্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে মুসকান। ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক কষে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)