Meerut Murder Case: সাদা রঙের ড্যান্সিং ফ্রক পরা ফুটফুটে মেয়ে। মেয়েকে সঙ্গে নিয়েই স্বামী সৌরভের সঙ্গে উদ্দাম নাচছেন মুসকান! সম্ভবত মেয়ের জন্মদিনের বার্থ ডে পার্টিতেই সৌরভের সঙ্গে মেয়েকে নিয়ে নাচছিলেন মুসকান! যে ভিডিয়োতে স্পষ্ট সৌরভ-মুসকানের ‘বন্ডিং’। যে ভিডিয়ো দেখলে বোঝার উপায় নেই যে প্রেমিক সাহিলকে সঙ্গে নিয়ে মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভকে নৃশংস খুন করেছেন স্ত্রী মুসকান!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলেই লন্ডন থেকে ছুটিতে ২৪ ফেব্রুয়ারি বাড়ি আসেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তারপরই ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে খুন করে সৌরভকে। খুনের পর দেহ ১৫ টুকরো করে। তারপর সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দিয়ে, প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। এই নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত আট থেকে আশি।
একদিকে এই হত্যাকাণ্ডের তদন্তে যখন একের পর এক হাড়িহম করে দেওয়া চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তখনই ভাইরাল হয়েছে সৌরভের সঙ্গে মুসকানের এই পুরনো ভিডিয়ো। ২০১৬ সালে পরিবারের আপত্তি সত্ত্বেও, বাড়ি ছেড়ে এসে ২৭ বছরের তরুণী মুসকানকে ভালোবেসে বিয়ে করেন সৌরভ। এরপর ২০১৯-এ তাঁদের মেয়ে হয়। একমাত্র মেয়ে ও স্ত্রী-কে নিয়ে গত ৩ বছর ধরে মেরঠে একটি ভাড়া বাড়িতে থাকতেন সৌরভ। এদিকে মেয়ের জন্মের পরই বাল্যবন্ধু সাহিল শুক্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মুসকান।
অষ্টম শ্রেণী পর্যন্ত সাহিল শুক্লার সঙ্গে একইসঙ্গে পড়াশোনা করেছিলেন মুসকান। তারপর দীর্ঘদিন দুজনের কোনও যোগাযোগ ছিল না। মেয়ের জন্মের পর, কর্মসূত্রে সৌরভের অনুপস্থিতির সময়ে, ফের সাহিল শুক্লার সঙ্গে যোগাযোগ হয় মুসকানের। ঘনিষ্ঠতা বাড়ে। পরকীয়ায় জড়িয়ে পড়েন দুজনে। সেই পরকীয়াতেই নির্মম পরিণতি সৌরভের প্রেমের! যা দেখে স্তম্ভিত দেশবাসী। দেখুন সৌরভের সঙ্গে মুসকানের নাচের সেই ভিডিয়ো-
ब्रेकिंग न्यूज़ | मेरठ
प्रेमी संग मिलकर पति की खौफनाक हत्या का मामला। हत्यारी पत्नी मुस्कान का डांस करते वीडियो आया सामने।
मृतक सौरभ संग जमकर नाच रही हत्यारी पत्नी मुस्कान। रेस्टोरेंट में पति और बेटी के साथ डांस करती दिख रही। बेटी के जन्म दिन का बताया जा रहा वायरल… pic.twitter.com/BJouNaFOOO
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) March 20, 2025
আরও পড়ুন, Meerut murder case: ‘ড্রামের মধ্যে বাবা আছে!’ সৌরভের ৬ বছরের মেয়ের কথাতেই মা মুসকানের প্রেমলীলা-হত্যালীলার পর্দাফাঁস…
Meerut Husband Murder Update: স্বামী সৌরভকে খুন করতে প্রেমিকের ‘মৃত মা’ সেজে স্ন্যাপচ্যাটে প্রেমিককে মেসেজ মুসকানের! ৪ মাস আগেই কেনে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)