নিষিদ্ধ স্যালাইনে প্রসূতি মৃত্যুর প্রতিবাদেস্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের।
<p>ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যালে নিষিদ্ধ স্যালাইনে প্রসূতি মৃত্যু। প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের।নিষিদ্ধ স্যালাইনে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের। ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যভবনের সামনে। স্যালাইনের বোতল হাতে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের গ্রেফতারির দাবি পর্যন্ত কংগ্রেসের এই বিক্ষোভ।</p>
<p><strong> নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস<br /></strong></p>
<p>বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের। </p>
Source link