<p>ABP Ananda Live: সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট হচ্ছে । ১০৮টি আসনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত । প্রতিটি বুথে সিসি ক্য়ামেরা বসানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত । কাঁথি সমবায় ব্য়াঙ্কে শেষ ভোট হয়েছিল ২০১৫-য় । তখন চেয়ারম্য়ান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী । কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত । তার আগে ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু । ভেঙে দেওয়া হয় কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি । মামলা চলছিল বলে, এতদিন পর্যন্ত স্থগিত ছিল সমবায় নির্বাচন। </p>
<p> </p>
<p>পান্ডুয়ার সমবায় ভোটে বামেদের জোট, খাতাই খুলতে পারল না তৃণমূল। ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন ,মিতির ভোটে বাম সমর্থিত প্রার্থীদের জয়। ১২ টি আসনের মধ্যে ১২টি তেই জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসনেই জিততে পারলেন না তৃণমূলে সমর্থিত প্রার্থীরা।</p>
Source link
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কাঁথির সমবায় ব্যাঙ্কে
Read Time:1 Minute, 45 Second