<p>ABP Ananda LIVE : মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা। প্রসূতির মৃত্যু, ‘বিষাক্ত’ RL স্যালাইনের দোসর অতিরিক্ত অক্সিটোসিন?RL স্যালাইনের স্টেরিলাইজনা থাকাতেই বিপত্তি, অনুমান তদন্ত কমিটির। মেডিসিন বিভাগে রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি: সূত্র। প্রসূতির মৃত্যুতে RL স্যালাইনই দায়ী, উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কেন প্রসূতিদের দেওয়া হয়েছিল অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন? অক্সিটোসিনও কি ছিল নিম্নমানের, তাই কি বাড়তি ডোজ? মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে বাড়ছে ক্রমশ বাড়ছে সন্দেহ। প্রোটোকল ভেঙে বাড়তি অক্সিটোসিন ব্যবহারেও সন্দেহ তদন্তকারীদের।</p>
<p> </p>
<p><strong>ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?</strong></p>
<p>দুলাল সরকার হত্যাকাণ্ডের এখনও দুই সপ্তাহ অতিক্রান্ত হয়নি। তারমধ্যেই আর এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। আজ সকালে শ্যুটআউটের ঘটনা ঘটেছে কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজে শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে বকুল শেখকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অঞ্চল সভাপতি ছাড়াও আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বকুল শেখের অবস্থা সংকটজনক। কে বা কারা গুলি চালাল তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।</p>
Source link
মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
