স্যালাইনকাণ্ডে CID-র কাছ থেকে তদন্তভার যাবে CBI-এর হাতে? কেমন আছেন ৩ প্রসূতি?
<p>ABP Ananda Live: স্যালাইনকাণ্ডে আজও সঙ্কটে ৩ প্রসূতি। সেপটিক শকেই মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু মামণি রুইদাসের। গোটা ঘটনায় তদন্ত শুরু সিআইডি-র।</p>
<p> </p>
<p><strong>গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা<br /></strong></p>
<p>মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কপূর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ। বুধবার রাত ২.৩০টে নাগাদ বাড়িতে ঢোকার সময় সইফের উপর হামলা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সইফের বাড়িতে চোর ঢুকেছিল। সেই সময় সইফের উপর হামলা হয় বলে খবর। তবে ছুরি দিয়ে হামলা হয়েছে, না কি ধস্তাধস্তিতে ঘায়েল অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তবে বিপন্মুক্ত তিনি। চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ এবং তাদের অপরাধ দমন শাখা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করতে টিম গঠন করা হয়েছে। করিনা এবং বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে। পরিবাররে তরফে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।</p>
Source link