NOW READING:
ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার ‘বিষাক্ত’ স্যালাইন!
January 12, 2025

ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার ‘বিষাক্ত’ স্যালাইন!

ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার ‘বিষাক্ত’ স্যালাইন!
Listen to this article


ABP Ananda Live: ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার ‘বিষাক্ত’ স্যালাইন! গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন! মেদিনীপুরে মেডিক্যালে প্রসূতি মৃত্যুর পরেও অস্থায়ী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ‘বিষাক্ত’ স্যালাইন নিষেধাজ্ঞার পরও কীভাবে গঙ্গাসাগরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন?

স্যালাইন কাণ্ডে অবস্থার অবনতি তিন প্রসূতির, গ্রিন করিডর করে আনা হচ্ছে কলকাতায়

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডর করে, লাইফ সাপোর্ট দিয়ে কলকাতার SSKM হাসপাতালে আনা হচ্ছে তাঁদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজেের ভেন্টিলেশনে ছিলেন দুই প্রসূতি। এক প্রসূতি ছিলেন ICU-তে। (Medinipur Saline Death)

পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানিয়েছেন, প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ে গিয়েছে। কাল সন্ধের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে। যে তিন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, গ্রিন করিডর করে কলকাতার SSKM-এ আনা হচ্ছে। বিশেষ অ্যাম্বুল্যান্সে, ক্রিটিকাল কেয়ার এবং ভেন্টিলেশন সাপোর্টে কলকাতা আনা হচ্ছে তাঁদের। SSKM-এ শয্যার বন্দোবস্ত করা হচ্ছে। ১৩ সদস্যের বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। মোট চার প্রসূতি অসুস্থ। তবে একজনের অবস্থা তুলনামূলক ভাল। যাঁদের অবস্থা সঙ্কটজনক, তাঁদের কলকাতা আনা হচ্ছে।



Source link