NOW READING:
ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা, ‘শুক্র-শনিবার বিক্ষোভ কর্মসূচি..’
April 2, 2025

ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা, ‘শুক্র-শনিবার বিক্ষোভ কর্মসূচি..’

ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা, ‘শুক্র-শনিবার বিক্ষোভ কর্মসূচি..’
Listen to this article


কলকাতা: ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক মমতার। ‘বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়। আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি। স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে। একটা নতুন ধর্মকে আমদানি করতেই কি কেন্দ্রীয় সরকার আছে?’, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন,’ আমি দেখছি, ৭৪৮টি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। গরিব, সাধারণ মানুষ এই সব ওষুধ কেনে, হঠাৎ দাম বাড়িয়েছে। যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার, তাদেরই ওষুধের মূল্যবৃদ্ধি। অত্যাবশ্যকীয় ওষুধ, এমনকি প্যারাসিটামলেরও দাম বাড়িয়ে দিয়েছে’, ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।’৬ তারিখ কিছু করব না, শুক্র-শনিবার এক ঘণ্টা ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি’। 

আরও পড়ুন,’তৃণমূল হইতে সাবধান’ ! হাইকোর্টর অনুমতি পেয়েই মিছিলে শুভেন্দু..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও দেখুন



Source link