<p>ABP Ananda Live: অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত রোগ এখন ঘরে ঘরে। এর ফলে, অনেক সময় ক্ষতি হয়ে মেরুদণ্ডের।তা ছাড়া দুর্ঘটনাজতিক কারণেও, অনেক সময় মেরুদণ্ডের অস্ত্রেপচার করতে হয়। <br />যা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায়, পূর্বভারতে এই প্রথম। মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করা হবে রোবটিক প্রযুক্তির সহায়তায়। অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে এল বিধাননগরের এইচপি ঘোষ হাসপাতাল। বাইপাসের ধারে ‘দ্য স্প্রিং ক্লাবে’র অনুষ্ঠানে এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার কথা ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ। মেরুদণ্ডের যে কোনও অস্ত্রোপচার এই প্রযুক্তির মাধ্যমে আগের চেয়ে আরও নিখুঁত ভাবে করা যাবে বলে আশা চিকিৎসকদের। কী ভাবে অস্ত্রোপচারের সময়ে কাজ করবে রোবোটিক সিস্টেম? এদিনের অনুষ্ঠানে তা তুলে ধরেন বিশেষজ্ঞেরা। এছাড়াও, ডিজিটাল এক্স-রে থেকে শুরু করে অ্যাডভান্সড MRI, ১২৮-স্লাইস সিটি স্ক্যান পরিষেবাও এখানে পাবেন রোগীরা।</p>
Source link
মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার রোবটিক প্রযুক্তির সহায়তায়, ঘোষণা HP ঘোষ হাসপাতাল কর্তৃপক্ষর
