NOW READING:
Power Outage: ভয়ংকর বিপর্যয়! অন্ধকারে ডুবে গেল স্পেন-পর্তুগাল, বিপদে ফ্রান্স-বেলজিয়াম আর…
April 29, 2025

Power Outage: ভয়ংকর বিপর্যয়! অন্ধকারে ডুবে গেল স্পেন-পর্তুগাল, বিপদে ফ্রান্স-বেলজিয়াম আর…

Power Outage: ভয়ংকর বিপর্যয়! অন্ধকারে ডুবে গেল স্পেন-পর্তুগাল, বিপদে ফ্রান্স-বেলজিয়াম আর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের (Power Outage) শিকার ইউরোপের বেশ কয়েকটি দেশ, অন্ধকারে দিনযাপন করছেন স্পেন (Spain), ফ্রান্স এবং পর্তুগালের (Portugal) লক্ষ লক্ষ মানুষ। কিন্তু কী কারণে এই বিভ্রাট? ইউরো নিউজের দাবি, ইউরোপীয় বৈদ্যুতিক গ্রিডে সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

পর্তুগালের সংবাদমাধ্যম প্রথম প্রকাশ্যে আনে যে সারাদেশে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ বিভ্রাট, এরপরেই খবর আসে স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যমে। বিদ্যুত্‍ বিভ্রাট এতটাই বড় আকার ধারণ করে যে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। বেশ কিছু বিমানবন্দরও অচল হয়ে পড়ে। পর্তুগালে ইতোমধ্যেই ৪৬টি বিমানের সময়সীমা বদল করা হয়েছে। 

আরও পড়ুন- Family Man 3 Actor Death: জঙ্গলে ঝরনার ধারে ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতার ক্ষতবিক্ষত দেহ! দুর্ঘটনা নয়,খুনের আশঙ্কা পরিবারের…

শুধু বিমান নয়, স্পেন ও পর্তুগালের রাজধানীতে মেট্রো ট্রেন স্টেশনের মাঝে আটকে যাওয়ায় অনেক যাত্রী আটকা পড়েন। ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে পর্তুগালে। যানচলচলও প্রায় বন্ধ। কারণ বিদ্যুত্‍ না থাকায় পর্তুগালের ট্রাফিক ব্যবস্থা বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পুরোপুরি ভেঙে পড়েছে। কারেন্ট না থাকার কারণে সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিদ্যুৎ বিভ্রাটের কারণ এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ইউরোপীয় বৈদ্যুতিক গ্রিডে সমস্যা যা আইবেরিয়ান উপদ্বীপের জাতীয় গ্রিডগুলিকে প্রভাবিত করেছে। তবে এই একটিমাত্র কারণ নয়, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে আলারিক পর্বতে একটি অগ্নিকাণ্ডের ফলে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। সেই কারণেও এই বিদ্যুত্‍ বিভ্রাট হতে পারে। 

আরও পড়ুন- Bangladesh: অবিশ্বাস্য! বদলের বাংলাদেশে এক মাসে ৩০০-র বেশি খুন, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য…

সূত্রের খবর স্পেনের সরকার মনক্লোয়ায় জরুরি অধিবেশন ডেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলজিয়াম পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। পর্তুগাল সরকার জরুরি মন্ত্রিসভার বৈঠকও ডেকেছে পরিস্থিতি পর্যালোচনার জন্য। আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ফ্রান্সের কিছু অংশেও প্রভাব ফেলেছে, অন্যদিকে স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে যে তারা বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য আঞ্চলিক শক্তি সংস্থাগুলির সঙ্গে কাজ করছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link