NOW READING:
Kolkata Fire: বড়বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ! মৃত ১
April 29, 2025

Kolkata Fire: বড়বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ! মৃত ১

Kolkata Fire: বড়বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ! মৃত ১
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: শহরে ফের বিধ্বংসী আগুন। এবার  বড়বাজারে মেছুয়ায় ‘ঋতুরাজ’ হোটেলে। প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণ গেল একজনে। এখনও পর্যন্ত আহত ৩। ঘটনাস্থলে দমকলে ১০ ইঞ্জিন।

আরও পড়ুন:  Kolkata Shocker: চল, ঘুরব! গোলপার্কে দুঃস্বপ্নের মুখোমুখি নামী স্কুলের ছাত্রী, হোটেলে নিয়ে ৪ বন্ধু..

পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ৮টা। আজ, মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে যায় মেছুয়া এলাকা মদন মোহন বর্মন স্ট্রিটে ‘ঋতুরাজ’ হোটেলে ৬ তলায়।  চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুনে লেলিহান শিখা। কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। আগুনের গ্রাসে চলে যায় গোটা হোটেলটিই।

এদিকে হোটেলে তখন ছিলেন বেশ কয়েকজন। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেন তাঁরা। ভয়ে কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে কার্নিশে এসে দাঁড়ান অনেকেই। তাঁদের মধ্যে মনোজ পাসোয়ান নামে একজন নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হাসপাতালে ভর্তি ৩ জন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন ২ জন। আরেক জনের চোট লেগেছে পায়ে।   

আরও পড়ুন:  Suvendu Adhikari: দীঘায় মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী সভা! শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের!

সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী  রাস্তা এই  মদন মোহন বর্মন স্ট্রিট। এলাকাটি বেশ ঘিঞ্জি। ‘ঋতুরাজ’ হোটেলে পাশেই প্রচুর দোকান ও বাড়ি।  ফলে আগুন ছড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link