সেলিম রেজা, ঢাকা: ঢাকায় হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রাণ গেল চারজনের। নিহতেরা সকলেই পুরুষ। তবে তাঁদের নাম পরিচয় এখনও যায়নি। এলাকায় চাঞ্চল্য।
আরও পড়ুন: Bangladesh: স্টেডিয়ামের পর এবার নয়া পদক্ষেপ, বদলে গেল বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম…
বাংলাদেশ ফায়ার সার্ভিস সূত্রে খবর, ঢাকার র শাহজাদপুরে ওই হোটেলটি ছয়তলা। আগুন লেগেছিল দুই দোতলায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। ৬ তলায় ৪ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছেন, ‘দুপুর ২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ঢাকার শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। আমরা দুটি ইঞ্জিন পাঠাই। আধ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে’।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, ‘যখন আগুন লাগে, তখন হোটেলেই ওই চারজন। ভয়ে তাঁরা উপরের দিকে ওঠার চেষ্টা করেন। কিন্তু ছাদের চিলকোঠার দরজা বন্ধ ছিল। ফলে অতিরিক্ত ধোঁয়ায় প্রাণ হারান চারজনই। তিনজনের দেহ পাওয়া গিয়েছে চিলেকোঠায়, আর একজনের দেহ ছিল শৌচাগারে’।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘ছাদে যাওয়ার জন্য চিলেকোঠার দরজা বন্ধ ছিল। হোটেলে যাঁরা ছিলেন, ধোঁয়ার কারণে তাঁরা উপরে উঠতে যান। কিন্তু তাঁরা দেখেন, ছাদের দরজা বন্ধ। এরপর তাঁরা আর সেখান থেকে বের হতে পারেননি। তাই মনে হচ্ছে ধোঁয়ার কারণেই চারজনের মৃত্যু হয়েছে। মনে হচ্ছে ধোঁয়ার কারণেই চারজনের মৃত্যু হয়েছে’। কীভাবে আগুন লাগল? তিনি জানান, ‘আগুনের কারণ এখনই বলা যাচ্ছে না। মালিক বা কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি। কমিটি গঠনের পর তদন্ত করে আগুনের প্রকৃত কারণ জানা যাবে’।
আরও পড়ুন: Bangladesh: ইউনূসের ‘তালিবানি’ বাংলাদেশ? সিগারেট খাওয়ায় দুই মেয়ের উপর চড়াও জনতা! প্রতিবাদ…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)