তীব্র ভূমিকম্প ক্যারিবিয়ান সাগরে, জারি হল সুনামি সতর্কতা, ১০ ফুটের ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা

Estimated read time 1 min read
Listen to this article


নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর সংলগ্ন অঞ্চল। সাগরের মাঝামাঝি জায়গায়, মাটির নীচ থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। সুনামি সতর্কতা জারি হয়েছে সংলগ্ন অঞ্চলে। ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে বলে জারি হল সতর্কতা। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। (Earthquake in Caribbean)

US Geological Survey জানিয়েছে, স্থানীয় সময় সন্ধে ৬.৩০টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন এলাকা। কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশকে কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। US Geological Survey জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে নাটির ১০ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে। (Tsunami Warning)

আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনও এই ঘটনায় সতর্ক করেছে সকলকে। জানা গিয়েছে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। সুনামি আছড়ে পড়তে পারে সেখানে। পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি হয়স যদিও পরে তা বাতিল করা হয়।

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, পুয়ের্তো রিকো উপকূলে রাত ৮টা বেজে ৪৬ মিনিট থেকে বিরাট আকারে ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সমুদ্রের জলস্তরও একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। US National Tsunami Warning Centre পরিস্থিতির দিকে নজর রেখেছে। কিউবা উপকূলেই ১০ ফুটের ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেস জানিয়েছেন, জরুরি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ডমিনিকান সরকার জানিয়েছেন, সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে বাসিন্দাদের। উপকূল থেকে অন্তত ২ কিলোমিটার ভিতরে চলে আসতে বলা হয়েছে। জাহাজ, নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কিউবা সরকারও নাগরিকতে সমুদ্র সংলগ্ন এলাকা থেকে সরে আসতে বলেছে। হন্ডুরাসেও জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করেছে সরকার। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে দ্বীপ অঞ্চলগুলির উচ্চতার উপর সবকিছু নির্ভর করছে।

কিন্তু ক্যারিবিয়ান সাগরের নীচে এত তীব্র ভূমিকম্পের নেপথ্য কারণ কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, নর্থ আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যিখানে যে অগভীর এবং পুরু ভূত্বক রয়েছে, সেখানে চ্যুতিরেখায় স্খলন হয়ে থাকেত পারে। তার জেরেই এত তীব্র ভূমিকম্প। তবে মাঝ সমুদ্রে যেহেতু থেকে কম্পন ছড়িয়েছে যেহেতু, তাতে ক্ষয়ক্ষতি ততটা মারাত্মক হবে না বলে আশাবাদী বিজ্ঞানীরা। 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours