NOW READING:
কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখ, স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
May 6, 2025

কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখ, স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখ, স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Listen to this article


কলকাতা: কাশ্মীরে শহিদ বাংলার প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখের (Jhantu Ali Sheikh) স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সুতির সরকারি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছে জঙ্গিরা। নৃশংস হত্যালীলার বদলা নিতে উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গি দমনে নেমে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন আরেক বঙ্গ সন্তান, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ঝণ্টু আলি শেখ। গোটা দেশ যখন পহেলগাঁও হামলার বদলার দাবিতে ফুঁসছে, তখন ঘরের ছেলের মৃত্যুর বদলা চাইছে ঝন্টুর পরিবারও। মা-বাবা সহ পরিবারের সদস্যরা থাকেন নদিয়ার তেহট্টের বাড়িতে। কর্মসূত্রে এক সময় আগ্রায় ছিলেন ঝন্টু আলি শেখ। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকেন। ঝন্টু শহিদ হওয়ার পর কীভাবে সংসার চলবে, তা ভেবেই পাচ্ছে না তাঁর পরিবার। এদিন সুতির সরকারি অনুষ্ঠান থেকে নিহত প্যারা কমান্ডো ঝণ্টু শেখের স্ত্রী শাহনাজ পারভিনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০০৮ সালে বিকম অনার্স পড়তে পড়তেই সেনাবাহিনীতে চাকরি পান ঝন্টু। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১৮ হাজার প্রার্থীর মধ্যে প্রথম হন। ২০১০ সালে কাশ্মীরের মাচিল সেক্টরে ‘সিক্সথ প্যারা SF’-এর সদস্য হিসাবে প্রথম অ্যাম্বুশ অপারেশনে নামেন কমান্ডো ঝণ্টু প্রথমবারই তাঁর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। সেনাবাহিনীতে অস্ত্রের প্রশিক্ষণেও সর্বোচ্চ গ্রেডিং পেয়েছিলেন ঝন্টু আলি শেখ। সাঁতার থেকে ক্যারাটে সবেতেই তুখোড় ছিলেন নদিয়ার এই যুবক। জঙ্গল-যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন ভারতীয় সেনার 6 PARA SF-এর হাবিলদার ঝনটু আলি শেখ। সাধারণত চরম পরিস্থিতিতেই আসরে নামে এই বিশেষ বাহিনী। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতিতে শত্রু নিকেশে পারদর্শী ভারতীয় সেনার PARA SF। ২০১৬-তে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও দায়িত্বপালন করেছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই স্পেশাল কমান্ডো ফোর্স।

ছেলের জন্য গর্ব হলেও চোখের জল থামছে না বৃদ্ধ বাবার। নিহত প্যারা কমান্ডো ঝণ্টু শেখের বাবা সবুর আলি শেখ বলেছিলেন, “প্যারা কমান্ডো মানে বুঝতাম না। ছেলে বলত খুব খতরনাক, আমি বলেছিলাম তুমি যাবে? ছেলে বলল এটাই ইচ্ছা। মনে ব্যথা বেদনা আছে। কিন্তু গর্ব আছে ছেলে দেশের জন্য শহিদ হয়েছে। ভারত সরকার মোকাবিলা করুক। পাকিস্তান হোক, যে দেশ থেকে আসুক। মোদি শাহ ব্যবস্থা করুক। দেখিয়ে দিক। বদলা নিক চাই।”

আরও দেখুন



Source link