# Tags
#Blog

Married Woman | MP High Court: পরকীয়া আর সম্মতির যৌনতায় কোনও বিবাহিত মহিলা ধর্ষণের অভিযোগ তুলতেই পারেন না: হাইকোর্ট

Married Woman | MP High Court: পরকীয়া আর সম্মতির যৌনতায় কোনও বিবাহিত মহিলা ধর্ষণের অভিযোগ তুলতেই পারেন না: হাইকোর্ট
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের বহু অভিযোগ হামেসাই সামনে আসে। এনিয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, কোনও বিবাহিত মহিলা দাবি করতে পারবেন না যে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে ধর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন- হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ভয়ংকর এক নির্দেশ দেন হাসিনা, রোগীদের বয়ানে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি এক বিবাহিত মহিলা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন এক ব্যক্তি। ওই মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি মনিন্দর এস ভাট্টি মামলাটি খারিজ করে দেন। এনিয়ে বিচারপতি মন্তব্য করেন, ভুল বুঝিয়ে একজন বিবাহিত মহিলাকে যৌন সম্পর্কে রাজি করা হয়েছে এমন কথা যুক্তিতে টেকে না।

অভিযোগকারীনি মহিলা দুই সন্তানের মা। অভিযুক্ত ব্যক্তিও বিবাহিত। মহিলার অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকে বিয়ে করবেন। এরকম পরিস্থিতিতেই তিনি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরে ওই ব্যক্তি তাঁর প্রতিশ্রুতির কথা অস্বীকার করে জানিয়ে দেন যে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন না।

দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট হয় যে দুজনের সম্পর্ক ৩ মাসের। সেইসময় ওই মহিলার স্বামী যখন বাড়িতে থাকতেন না তখন তিনি মহিলার বাড়ি আসতেন। ওই মহিলাকে যে ভুল বুঝিয়ে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে তার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন তার কোনও প্রমাণ আদালত পায়নি। এফআইআরয়েও তার কোনও পোক্ত যুক্তি নেই।

সবদিক বিবেচনা করে মহিলার করা এফআইআর বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের যুক্তি, এনিয়ে শুনানি মানেই সময় নষ্ট। মহিলার যুক্তি বা অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ নেই। শেষপর্যন্ত বাতিল হয়ে যায় মামলাটি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal