ক্লাসরুমেই বিয়ের আসর, অধ্যাপিকার দাবি খারিজ। রিপোর্ট গেল রাজভবনে
<p>ABP Ananda Live: ক্লাসরুমেই ‘বিয়ের আসর’, তদন্তে অধ্যাপিকার দাবি খারিজ । ‘নাটকের অংশ নয়, মজার নামে নোংরামি হয়েছে’ । বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট । ম্যাকাউটের অন্তর্বর্তী উপাচার্যের কাছে জমা পড়ল রিপোর্ট । বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রিপোর্ট গেল রাজভবনে । আপাতত ছুটিতেই থাকতে হচ্ছে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে । সরকারিভাবে না জেনে মন্তব্য নয়, দাবি অধ্যাপিকার।</p>
<p> </p>
<p><strong>ফের বহুতল ভাঙতে গেলে বাধা, কী বলছেন ট্যাংরার বাসিন্দারা? </strong></p>
<p>ট্যাংরার রিপিট টেলিকাস্ট এবার বিধাননগরে। বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়লেন পুরকর্মীরা। গতকালের পর আজও আদালতের নির্দেশে শান্তিনগরের নবপল্লিতে বেআইনি বহুতল ভাঙতে যান বিধানননগর পুরসভার কর্মী ও আধিকারিকরা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়েই অভিযানে যান তাঁরা। কিন্তু এদিন আগেভাগেই তালা মেরে গেট লাগিয়ে দেন আবাসিকরা। শেষ পর্যন্ত বহুতলের নীচতলায় দোকানের জন্য নির্মিত অংশে ভাঙাভাঙি শুরু করেন পুরকর্মীরা। আবাসিকদের দাবি, আগে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যত্র যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। </p>
Source link