কলকাতা: আজও বন্ধ রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেক পোস্ট। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সমস্ত পণ্যবাহী যান আটকে দেওয়া হচ্ছে চেক পোস্টেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার আশঙ্কা। সীমানায় আটকে পড়েছে পাশের রাজ্য থেকে আসা পণ্যবাহী বিভিন্ন লরি। লরি-ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা সবজি-ফল নষ্টের আশঙ্কা। মূলত পরিবহণের সঙ্গে যেহেতু পণ্য আমদানি-রপ্তানি যুক্ত থাকে, তাই সীমান্ত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বড়সড় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। তাহলে কি ফের সবজির বাজারের দামে আগুন লাগতে পারে ?
ঠিক কী হয়েছে ?
মূলত, সম্প্রতি ডিভিসি-র জল ছাড়া নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে সংঘাত চরমে। রাজ্যের জেলায় জেলায় প্লাবনের কারণ হিসেবে ডিভিসি-কেই প্রশ্নের মুখে রেখেছেন মুখ্যমন্ত্রী। এবং তাঁর স্পষ্ট দাবি, ‘এটা ম্যানমেড বন্যা।’ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি। ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।’ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বারবার বলে বলে ফেডাপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ডিভিসি আরও ২ লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের ৭০ থেকে ৮০ শতাংশ ভরে, তখন তোমরা কেন ছাড়ো না ? নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপর ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে ?’ যদিও বিষয়টা শুধু প্রশ্ন করেই থেমে থাকেনি।ডিভিসি-কে নিশানা করে ইতিমধ্যেই ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণায় শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী, ‘নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন..’
‘ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে’
আর এদিকে সীমানা ঝাড়খণ্ড সীমানা সিল থাকে পরিস্থিতি কতটা জটিল হতে পারে, কী কী ভোগান্তি হতে পারে, তা নিয়ে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি আঁচ করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা। রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নাড্ডাকে এবিষয়ে চিঠি দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। এই ইস্যুতে এদিন শুভেন্দু বলেন, ‘অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজ্যপালকে চিঠি দেব। ঝাড়খণ্ড সীমানায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। মমতা নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন।’ এখানেই শেষ নয়, ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। ‘ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেখান। বাংলার ৮ জেলা অন্ধকারে ডুবে যাবে, আক্রমণ শুভেন্দুর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন