মুম্বই : প্যারিস অলিম্পিক্সে ঐতিহাসিক সাফল্য। দেশকে গর্বিত করার পর সকলেরই বাহবা কুড়িয়েছেন তিনি। চলছে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎকার-পর্ব। সম্প্রতি তিনি দেখা করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেণ্ডুলকরের সঙ্গে। মাস্টার ব্লাস্টারের সঙ্গে দেখা করার পর তিনি জানিয়েছেন, কীভাবে এই কিংবদন্তি ব্যাটার তাঁকে স্বপ্ন সার্থক করতে অনুপ্রাণিত করেছেন। স্বাধীনোত্তর ভারতে প্রথম ভারতীয় হিসাবে সামার গেমসের একই সংস্করণে একাধিক পদক জয়ের সাফল্য এখন তাঁর ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনু।
সচিনের সঙ্গে দেখা করার পর, তাঁর উচ্ছ্বাস-আনন্দের কথা সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে ব্যক্ত করেছেন মনু। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এক ও একমাত্র সচিন স্যারের সঙ্গে।”
তাঁর সংযোজন, “ক্রিকেট আইকনের সঙ্গে বিশেষ এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। ওঁর জার্নি আমাকে এবং আমার মতো অনেককেই তাঁদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে। এই স্মৃতি চিরকাল আমার মনে থাকবে, এজন্য আপনাকে ধন্যবাদ।”
The one and only Sachin Tendulkar sir!
Feeling blessed to share this special moment with the cricketing icon! His journey motivated me and many of us to chase our dreams. Thank you sir for unforgettable memories! 🙌🏏 #FamilyLove #CricketLegend #Inspiration #SachinTendulkar… pic.twitter.com/qtHdkhkbHR
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) August 30, 2024
সচিনের সঙ্গে দেখা করার পর, তাঁর উচ্ছ্বাস-আনন্দের কথা সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে ব্যক্ত করেছেন মনু। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এক ও একমাত্র সচিন স্যারের সঙ্গে।” তাঁর সংযোজন, “ক্রিকেট আইকনের সঙ্গে বিশেষ এই মুহূর্ত ভাগ করে নিতে পেরে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। ওঁর জার্নি আমাকে এবং আমার মতো অনেককেই তাঁদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে। এই স্মৃতি চিরকাল আমার মনে থাকবে, এজন্য আপনাকে ধন্যবাদ।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কোন কোন খেলোয়াড়ের সঙ্গে একটা দিন সময় কাটাতে চান তা জনিয়েছেন। সেই তালিকায় রয়েছেন- তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলি ও উসেইন বোল্ট। Cosmopolitan দেওয়া ইন্টারভিউতে তিনি বলেন, “আমার কয়েকজন পছন্দের নাম বলব। উসেইন বোল্ট তাঁদের মধ্যে একজন। আমি ওঁর বই অনেকবার পড়েছি। ওঁর জার্নি আমি ততটাই জানি যতটা ওঁর ইন্টারভিউ দেখেছি। আর ভারতে, সচিন তেন্ডুলকর, ধোনি স্যার এমএস ধোনি ও বিরাট কোহলি। ওঁদের সঙ্গে এক ঘণ্টা সময় কাটানোও সম্মানের।”
এদিকে কৌন বনেগা ক্রোড়পতি-র ১৬তম সংস্করণে দেখা যেতে পারে মনু ভাকের ও আমন শেরাওয়াতকে। সম্প্রতি তাঁদের মুম্বইয়ের কেবিসি-র সেটে দেখা গেছে। প্যারিস অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন এই দুই অ্য়াথলিট।
আরও দেখুন