প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ষষ্ঠ দিনটা ভারতের জন্য চরম হতাশাজনক কেটেছে। পদক জয়ের চার বড় দাবিদার, সাত্ত্বিক-চিরাগ জুটি, নিখাত জারিন, পিভি সিন্ধু ও সিফত কৌর সামরা গতকালই পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। হেরেছে ভারতীয় হকি দল, এইচএস প্রণয়ও। প্যারিসে সপ্তমদিনে এর থেকে অনেক ভাল ফলের আশায় থাকবেন ভারতীয় জনগণ। আজ অলিম্পিক্সের মঞ্চে নিজের তৃতীয় প্রতিযোগিতায় নামছেন ইতিমধ্যেই জোড়া পদক জিতে নেওয়া মনু ভাকের (Manu Bhaker)। সেমিফাইনালে পৌঁছনোর উদ্দেশ্যে লড়াই করতে দেখা যাবে লক্ষ্য সেনকেও (Lakshya Sen)। আর কোন কোন ভারতীয় আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন?

সপ্তমদিনে ভারতের সম্পূর্ণ সূচি:-

দুপুর ১২টা ৩০

শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার, পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২, গল্ফ

মনু ভাকের ও ঈশা সিংহ, মহিলাদের ২৫ মিটার পিস্তল যোগ্য়তা অর্জন পর্ব (প্রিসিশন), শ্যুটিং

দুপুর ১টা

অনন্তজিৎ সিংহ নারুকা, পুরুষদের স্কিট যোগ্য়তা অর্জন পর্ব, প্রথম দিন, শ্যুটিং

দুপুর ১টা ১৯

ধীরজ বম্মাদেভরা/অঙ্কিতা ভকত, রিকার্ভ মিক্সড টিম ১/৮ যোগ্য়তা অর্জন পর্ব, তিরন্দাজি

দুপুর ১টা ৩০ থেকে

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ এলিমিনেশন রাউন্ড ৩২, জুডো

দুপুর ১টা ৪৮

বলরাজ পানওয়ার, পুরুষদের সিঙ্গলস স্কালস ফাইনাল (ফাইনাল ডি), রোয়িং

দুপুর ২টা ৩০ থেকে

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ এলিমিনেশন রাউন্ড ১৬ (যোগ্য়তা অর্জন করলে), জুডো

দুপুর ৩টা ৩০

মনু ভাকের ও ঈশা সিংহ, মহিলাদের ২৫ মিটার পিস্তল যোগ্য়তা অর্জন পর্ব (ব়্যাপিড), শ্যুটিং

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ কোয়ার্টার ফাইনাল (যোগ্য়তা অর্জন করলে), জুডো

দুপুর ৩টা ৪৫

নেত্রা কুমান্নান, মহিলাদের ডিঙ্গি রেস ৩ ও ৪, সেলিং

বিকেল ৪টা ৪৫

ভারত বনাম অস্ট্রেলিয়া, হকি

বিকেল ৫টা ৪৫

ধীরজ বম্মাদেভরা/অঙ্কিতা ভকত, রিকার্ভ মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (যোগ্য়তা অর্জন করলে), তিরন্দাজি

সন্ধে ৬টা ৩০

লক্ষ্য সেন, পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল, ব্যাডমিন্টন

সন্ধে ৭টা ০১ থেকে

ধীরজ বম্মাদেভরা/অঙ্কিতা ভকত, রিকার্ভ মিক্সড টিম সেমিফাইনাল (যোগ্য়তা অর্জন করলে), তিরন্দাজি

সন্ধে ৭টা ০৫

বিষ্ণু সর্বানন, পুরুষদের ডিঙ্গি রেস ৩ ও ৪, সেলিং

সন্ধে ৭টা ৩০ থেকে

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ রেপেশঁ বা সেমিফাইনাল (যোগ্য়তা অর্জন করলে), জুডো

সন্ধে ৭টা ৪৫ থেকে

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ ব্রোঞ্জ পদক ম্য়াচ (সেমিফাইনাল হারলে), জুডো

ধীরজ বম্মাদেভরা/অঙ্কিতা ভকত, রিকার্ভ মিক্সড টিম ব্রোঞ্জ পদক ম্য়াচ (সেমিফাইনাল হারলে), তিরন্দাজি

রাত ৮টা ১৩

ধীরজ বম্মাদেভরা/অঙ্কিতা ভকত, রিকার্ভ মিক্সড টিম স্বর্ণপদক ম্য়াচ (যোগ্য়তা অর্জন করলে), তিরন্দাজি

রাত ৮টা ১৫ থেকে

তুলিকা মান, মহিলাদের ৭৮ কেজি+ রেপেশঁ বা ফাইনাল (যোগ্য়তা অর্জন করলে), জুডো

রাত ৯টা ৪০

অঙ্কিতা ধ্যানি, মহিলাদের ৫০০০ মিটার হিট ১, অ্যাথলেটিক্স

রাত ১০টা ৬

পারুল চৌধুরি, মহিলাদের ৫০০০ মিটার হিট ২, অ্যাথলেটিক্স

রাত ১১টা ৪০

তাজিন্দরপাল সিংহ তুর, পুরুষদের যোগ্যতা অর্জন পর্ব, শট পাট 

সূচি অনুযায়ী সব ঠিকঠাক চললে ভারতের সামনে সপ্তম দিনে কিন্তু মেডেল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় অলিম্পিয়ানরা তা করতে সফল হন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ বক্সারের বিরুদ্ধে হার মহিলা বক্সারের, অলিম্পিক্সের মঞ্চে শুরু বিতর্ক 



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *