NOW READING:
Artist Becomes Caretaker of Public Toilet: নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ডশিল্পী এখন টাকাপয়সার হিসাব রাখছেন পাবলিক টয়লেটে!
March 4, 2025

Artist Becomes Caretaker of Public Toilet: নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ডশিল্পী এখন টাকাপয়সার হিসাব রাখছেন পাবলিক টয়লেটে!

Artist Becomes Caretaker of Public Toilet: নব্বইয়ের জনপ্রিয় ব্যান্ডশিল্পী এখন টাকাপয়সার হিসাব রাখছেন পাবলিক টয়লেটে!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নব্বইয়ের দশকের শিল্পী। নব্বইয়ের নতুন দিনের গানের জোয়ারের অন্যতম কাণ্ডারি। জনপ্রিয় ব্যন্ড শিল্পী। গানের সুবাদেই তাঁর সঙ্গে একতা সখ্য ছিল জেমস, আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়ার।  গান গেয়ে অনেক মানুষের বাহবা পেয়েছেন, মন ছুঁয়েছেন অনেকের। ভাগ্যের কী নির্মম পরিহাস। গান ছেড়ে তাঁকে জীবিকা নির্বাহ করতে হয় পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে! ভাবা যায়!

আরও পড়ুন: Kusuma Nain: প্রকাশ্য দিনের আলোয় নৃশংস খুন ১৪ ‘শত্রু’কে! চোখ উপড়ে নিতেন, শিকলপেটা করতেন, জ্বালিয়ে দিতেন গ্রাম…

ছোট থেকেই স্বপ্ন ছিল সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান শুরুটা ভালোই করেছিলেন। গান গেয়ে ভালোই সাড়া জাগিয়ে ছিলেন ৯০ দশকে। মনসুর হাসানের সেই সময়ের জনপ্রিয় গান হচ্ছে– ‘ছোট্ট একটি মেয়ে’, ‘বাটালী হিলের সেই বিকেল’। তিনি ছিলেন ব্লু হরনেট ব্যান্ড দলের সদস্য। তবে তাঁর সেই রঙিন সুরেলা ক্যারিয়ার বেশিদিন টিকল না। নানা কারণে ব্যান্ডের গান ছেড়ে তাঁকে বেছে নিতে হল অন্য পেশা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কী পেশা? চট্টগ্রামের জামালখান মোড়ের পাবলিক টয়লেটেই কাটে তাঁর দিন, সেখানে যা রোজগার হয়, তাতেই চলে তাঁর জীবন. তাঁর যাপন। দেখতে গেলে সংগীতশিল্পীর দিনরাত এখানেই কাটে। তাঁর সমসাময়িক অনেক নামই এখন ব্যান্ড তারকা হিসেবে পরিচিত। জেমস, আউব বাচ্চু, পার্থ বড়ুয়া, তপন চৌধুরী। এঁরা যখন জনপ্রিয়তার তুঙ্গে মনসুর তখন কোথায়?

আরও পড়ুন: IIT Baba Mystery: আশ্চর্য তথ্য! কী ভাবে পুলিসের হাতে পড়লেন আইআইটি বাবা? কেন পুলিস ঢুকল বাবার হোটেলে জানলে…

তার বিষয়ে বলতে গিয়ে এক পড়ুয়া বলেন, আমি প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি, অথচ আমি জানতাম না, এই পাবলিক টয়লেটের ম্যানেজার এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। সম্প্রতি মিডিয়ায় এই খবর প্রচারিত হওয়ায় আমি জানতে পারি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link