NOW READING:
গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
September 23, 2024

গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Listen to this article


কলকাতা: গুরুতর অসুস্থ প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মনোজ কুমার মিত্র (Manoj Mitra Hospitalised)। হাসপাতালে ভর্তি ৮৫ বছর বয়সী শিল্পী। ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে আপাতত ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’-এ (HDU) ভর্তি রয়েছেন তিনি। 

সঙ্কটজনক অবস্থা নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের, ভর্তি হাসপাতালে

জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র ভর্তি ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে। সোমবার হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে অভিনেতার অবস্থা খুবই সঙ্কটজনক। তিনি বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছেন। সেই সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগও। এছাড়া তাঁর হার্টের কার্যক্ষমতাও বেশ কম। 

এর আগেই তাঁর বাইপাস সার্জারি ও পেসমেকার বসানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে। বর্তমানে তিনি ‘কার্ডিওজেনিক শক’-এ আছেন বলে জানানো হয়েছে। এছাড়া তাঁকে ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ দেওয়া হয়েছে। ক্যালকাটা হার্ট ক্লিনিকের ক্রিটিক্যাল কেয়ার টিমের অধীনে চিকিৎসা চলছে বর্ষীয়াণ অভিনেতার।              

বাঞ্ছারাম কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায়। তিনি আজও আগলে রেখেছেন তাঁর বাগান। নাটকের বাগান। প্রেমটা সেই ছোটবেলার। স্কুল থেকেই নাটক টানত। মেয়ে সেজেও অভিনয় করেছেন। কিন্তু বাবা ছিলেন থিয়েটার-বিরোধী। তবু, তাঁকে আটকানো যায়নি। 

আরও পড়ুন: Chiranjeevi: ২৪ হাজার নাচের স্টেপ! গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল দক্ষিণী তারকা চিরঞ্জীবীর

বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। স্কটিশচার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে। বন্ধুরা মিলে তৈরি করেন নাটকের দল ‘সুন্দরম’। কলেজে পড়াকালীনই তাঁর কলমে ‘মৃত্যুর চোখে জল’। প্রথম লেখা নাটকই সবাইকে চমকে দিয়েছিল। তারপর বার বার। সাজানো বাগান, পরবাস, চাক ভাঙা মধু, নরক-গুলজার, রাজদর্শন, যা নেই ভারতে——একশোরও বেশি নাটক লিখেছেন। করেছেন নানা পরীক্ষা-নিরিক্ষা। তাঁর সৃষ্টিতে অনেক সময়ই, বিষাদের মধ্যেও হাস্যরস। সাদা-কালোর পাশে ধূসর। যে ভাবে তিনি জীবন দেখেছেন, তাঁর নাটক, সেই জীবন-দর্পন। তিনি মনোজ মিত্র। এবিপি আনন্দের ‘সেরা বাঙালি-২০১৬’-তে নাট্যকলা বিভাগে সম্মানিত হন।                           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link