NOW READING:
ফের জ্বলে উঠছে মণিপুরে অশান্তির আগুন, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট; জারি কার্ফু
November 17, 2024

ফের জ্বলে উঠছে মণিপুরে অশান্তির আগুন, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট; জারি কার্ফু

ফের জ্বলে উঠছে মণিপুরে অশান্তির আগুন, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট; জারি কার্ফু
Listen to this article


ইম্ফল: নতুন করে ফের মণিপুরে জ্বলে উঠছে অশান্তির আগুন (Manipur Clash)। পরিস্থতি এমন জায়গায় পৌঁছেছে যে ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended) রাজ্য সরকার সাতটি জেলার দু-দিনের জন্য বন্ধ করেছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটা ১৫ থেকে চালু হয়েছে এই নিষেধাজ্ঞা। মুখ্যমন্ত্রী বীরেন সিং সহ রাজ্যের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাইরে প্রতিবাদী জনতার বিক্ষোভর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে জিরিবামে নিখোঁজ হওয়া দুজন শিশু সহ তিনজনের নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধারের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, মণিপুরে চলা বর্তমান ঘটনার জেরে শনিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, বিষ্ণুপুর, তুওবাল, কাকচিং, কাংগোপি ও চূড়চন্দ্রপুর জেলায় ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিবেষা বন্ধ থাকবে।

এই সংক্রান্ত সরকারি নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে, সরকারি অফিসগুলিতে থাকা লিজ লাইন ও সরকার অনুমতি দিয়েছে এই রকম অফিস ছাড়া শনিবার বিকেল পাঁচটা ১৫ মিনিট থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম, বিষ্ণুপুর, থাউবাল, কাকচিং, কাংপোকি ও চূড়াচন্দ্রপুরের পরিস্থিতির দিকে তাকিয়ে সেখানে আগামী ২ দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত ও সীমিত করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিবেষা। এর মধ্যে ভিএসএটিএস, ব্রডব্যান্ড ও ভিপিএন সার্ভিসও রয়েছে। 

ইম্ফল উপত্য়কা এলাকায় পরিস্থিতির হাল আরও খারাপ হওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য কার্ফু জারি হয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর, থাউবাল, ও কাকচিং জেলায়। ইম্ফলের বিভিন্ন জায়গায় ৩ জন বিধায়কের বাডিতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁদের সম্পত্তিতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হয়।

শনিবার দুপুরে মণিপুর দক্ষি জেলায় অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাং রঞ্জন লামফেল সানাকেটিথেল বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মন্ত্রী বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেন মন্ত্রিসভার বৈঠকে তিনজনকে খুনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। আর জনসাধারণের এই সমস্যার সমাধান না করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kalyan Banerjee : ‘হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে…’, কসবাকাণ্ডে দাবি কল্যাণের

আরও দেখুন



Source link