NOW READING:
Manipur: বছর শেষে বোধদয়, মণিপুর নিয়ে নতুন কথা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের মুখে
December 31, 2024

Manipur: বছর শেষে বোধদয়, মণিপুর নিয়ে নতুন কথা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের মুখে

Manipur: বছর শেষে বোধদয়, মণিপুর নিয়ে নতুন কথা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের মুখে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে সংঘর্ষ হয়ে চলেছে মেইতেই ও কুকি উপজাতিদের মধ্যে। রাজ্য সরকার সেই সংঘর্ষ বাগে আনতে পারেনি। এমনকি কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীর মুখেও এনিয়ে উদ্বেগ শোনা যায়নি। তবে এবার এনিয়ে বোধদয় হল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। রাজ্যের জাতিদাঙ্গা নিয়ে শেষপর্যন্ত ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘মেইড ইন বাংলাদেশ’, বর্ষশেষে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ!

মঙ্গলবার বীরেন সিং সংবাদসংস্থাকে বলেন, গোটা বছরটাই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে কেটেছে। গত ৩ মে থেকে রাজ্যে যা ঘটে চলেছে তার জন্য রাজ্যবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ তাদের কাছের মানুষকে হারিয়েছেন। অনেকে ঘর ছেড়েছেন। এর জন্য খারাপ লাগে। আমি ক্ষমা চাইছি।

বীরেন সিং আরও বলেন, গত ৩-৪ মাস শান্তির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। আশা করছি নতুন বছরে রাজ্যে শান্তি ফিরবে। রাজ্য়ের সব জাতি গোষ্ঠীর কাছে আমার আবেদন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন পুরনো ভুল ত্রুটি ভুলে আমাদের নতুন ভাবে পথচলা শুরু করতে হবে। এক উন্নত ও সমৃদ্ধ মণিপুর গঠন করতে আমাদের কাজ করতে হবে।

উল্লেখ্য, জিরিবামে এক ব্যক্তির মৃত্য়ুকে কেন্দ্র করে গতবছর সংঘর্ষ শুরু হয়ে যায় মণিপুরে। একের পর এক খুন, সংঘর্ষ, অগ্নি সংযোগের মতো ঘটনা ঘচে রাজ্যের বিভিন্ন জেলায়। মৃত্যু হয় কয়েকশো মানুষের ঘরছাড়া হন ১০০০ বেশি মানুষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link