জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘তাবিয়াত জোরদার, মিলতে হ্যায় অপারেশন কে বাদ’…হার্ট অস্ত্রপ্রচারের ঠিক আগের মুহূর্তে এই বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সফল হলনা চেষ্টা। পরলোকে পাড়ি দিলেন রাজস্থানী লোকসংগীতশিল্পী মাঙ্গে খান (Mangey Khan)। রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তানকে।
আরও পড়ুন, সাদাকালো পর্দার ‘রঙিন’ ছন্দা সেন চিরতরে পাড়ি দিলেন দূর দেশে…
রাজস্থানের বারমেরের রামসার গ্রামের বাসিন্দা ছিলেন মাঙ্গে খান। তিনি মাঙ্গনিয়ারদের বংশধর ছিলেন, যারা মুলত বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠানে গান করতেন। মাঙ্গে খান ২০১০ সালে রাজস্থানের বারমেরের রামসার গ্রামে আমাররাস রেকর্ডের সাথে তাঁর সংগীতযাত্রা শুরু করেছিলেন। ২০১১ সালে আমাররাস রেকর্ডের অধীনে আমাররাস ডেজার্ট মিউজিক ফেস্টিভ্যালে আত্মপ্রকাশ করে রাজস্থানী লোকগানের দল ‘বারমের বয়েজ’ (Barmer Boys)। বারমার বয়েজেরর অন্যতম গায়ক এবং হারমোনিয়াম বাদক ছিলেন মাঙ্গে খান। বারমের বয়েজ এর সদস্য হয়ে তিনি ইউরোপ, আমেরিকা, এশিয়ার প্রায় ২০টি দেশে ২০০টিরও বেশি কনসার্ট করেছিলেন। আমাররাস রেকর্ড তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে রাজস্থানী লোকসংগীতে মাঙ্গেরের অবদান উল্লেখ করে তাঁর স্মরণে একটি পোস্ট করে লেখে, “গভীর শোক ও বেদনাদায়ক হৃদয় নিয়ে, আমরা আমাররাস রেকর্ডস ব্যান্ড ও বারমের বয়েজের প্রধান কণ্ঠশিল্পী মাঙ্গা (মাঙ্গে খান) এর আকস্মিক মৃত্যুর দুঃখজনক সংবাদ শেয়ার করছি।” বারমের বয়েজের অন্যতম প্রতিনিধি সদস্য আশুতোষ শর্মা লিখেছেন, ‘খান সাহেব একজন অসাধারণ কণ্ঠের অধিকারী ছিলেন। শুধু তাইই নয়, তিনি ছিলেন আমার প্রিয় বন্ধু এবং একজন ভীষণ ভালো মনের মানুষ। অল্প বয়সে এই মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, আমাদের জন্যও বিশাল বড় একটা ক্ষতি।’
আরও পড়ুন, শাহরুখের প্রথম সিনেমা ‘দিওয়ানা’? ভুল জানেন, অরুন্ধতী রায়ের ফিল্মে সমকামী চরি…
মাঙ্গে খান তাঁর কর্মজীবনে খান খালেদ, ভিয়েক্স ফারকা ট্যুরে এবং ফাতুমাতা দিওয়ারার মতো বিশ্ব বিখ্যাত শিল্পীদের সঙ্গে পারফর্ম করেছিলেন। তিনি বারমের বয়েজের হয়ে বিশ্বব্যাপিজুড়ে ওম্যাড ইউকে, টোডো মুণ্ড, ডিষ্টরশন, মিউজিক মিটিং সহ একাধিক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)